শুক্রবার ● ৩ ফেব্রুয়ারী ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেসবুক কোম্পানী ৫০০ কোটি ডলারের বন্ড বাজারে ছাড়বে
ফেসবুক কোম্পানী ৫০০ কোটি ডলারের বন্ড বাজারে ছাড়বে
বিশ্বের সর্ববৃহত সামাজিক নেটওয়ার্ক - ফেসবুক, যাদের ৮৪ কোটি ৫০ লক্ষ ব্যবহারকারী, শেয়ার বাজারে অংশ নেওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছে, যেটা আমেরিকার শেয়ার বাজারের ইতিহাসে অন্যতম বৃহত বিনিয়োগ হতে পারে. দ্য ওয়াল স্ট্রীট জার্ণাল, আগামী বসন্তে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের আশা করছে. একই সাথে বিনিয়োগকারীরা ফেসবুকের মূল্যায়ণ করতে পারে ৭ হাজার কোটি ৫০ লক্ষ থেকে ১০ হাজার কোটি ডলার পর্যন্ত. শেয়ার বাজারের বন্ড বিষয়ক কমিশনের কাছে জমা দেওয়া সরকারী তথ্যে ফেসবুক কোম্পানী ৫০০ কোটি ডলারের বন্ড বাজারে ছাড়ার অভিপ্রায় প্রকাশ করেছে.
সম্ভাব্য বিনিয়োগকারীরা এই প্রথম গতকাল কোম্পানীর সরকারী আর্থিক তথ্য পেয়েছে. ফেসবুক জানিয়েছে, যে গতবছর কোম্পানীর মুনাফার সংখ্যা ছিল ১০০ কোটি ডলার, যেটা আগের বছরের তুলনায় ৬৫ শতাংশ বেশি. আবর্তনের পরিমান ছিল ৩৭১ কোটি ডলার. রোজগারের সিংহভাগ, যা গতবছরে ৮৮ শতাংশ বেড়েছে, আয় করা হয়েছে বিজ্ঞাপন থেকে, বাকিটা বিভিন্ন গেমস ও অন্যান্য সূত্র থেকে.