শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » @নারী » নারীদের মোবাইল অ্যাপ “মায়া আপা”
নারীদের মোবাইল অ্যাপ “মায়া আপা”
স্বাস্থ্যবিষয়ক তথ্যসহ নারীদের বিভিন্ন সামাজিক ও আইনি পরামর্শ দিতে চালু হলো ‘মায়া আপা’ নামের এক মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ)। ব্র্যাকের অংশীদারত্ব ও সহযোগিতায় মায়া ডটকম ডট বিডি www.maya.com.bd নামে একটি ওয়েবসাইটও তৈরি করেছে একদল নারী উদ্যোক্তা। কম্পিউটার প্রকৌশলী, চিকিৎসক ও আইনজীবী মিলে নারীদের জন্য বানিয়েছেন এই অ্যাপটি।
অ্যাপটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে । এই অ্যাপের মাধ্যমে যে কেউ নারী নিজের নাম-পরিচয় গোপন রেখেই প্রশ্ন করতে পারবেন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শ পাওয়া যাবে।
অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির পরিচালক শীপা হাফিজা বলেন, ‘এই অ্যাপ্লিকেশনটি শুধু যে তথ্যসেবার জগতে সারা দেশের নারীদের প্রবেশ নিশ্চিত করবে তা-ই নয়, সহযোগিতামূলক একটি সমাজ গড়তেও সাহায্য করবে।’অ্যাপটি তৈরি করেছেন দুই সফটওয়্যার প্রকৌশলী আসিয়া খালেদা ও সুব্রামি মৌটুসী। তাঁদের মতে, প্রযুক্তি নারীর ক্ষমতায়নের একটি মাধ্যম।
অ্যাপটি নামানোর ঠিকানা: http://goo.gl/ZpGCdO