বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » এবার অ্যাপল তৈরি করছে তাদের নিজেস্ব সার্চ ইঞ্জিন!
এবার অ্যাপল তৈরি করছে তাদের নিজেস্ব সার্চ ইঞ্জিন!
বিশ্বসেরা গুগলের প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিন তৈরি করতে যাচ্ছে স্টিভ জবস এর অ্যাপলস্মার্টফোন অপারেটিং সিস্টেম, তাতে করে এবার শুরু হচ্ছে সার্চ নিয়ে অ্যাপল-গুগলের লড়াই। স্মার্টফোনের বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে অ্যাপল ও গুগলের মধ্যে আগের মত সেই সুসম্পর্ক এখন আর বজায় নেই। একজন অপরজনকে সব ক্ষেত্রেই ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে চলেছে এ দুটি প্রতিষ্ঠান। সার্চ বা অনুসন্ধানের ক্ষেত্রে গুগল এর
অ্যাপলের সাফারি ব্রাউজারে কোন সার্চ ইঞ্জিন ডিফল্ট আকারে থাকবে, তা নিয়েই প্রধানত শুরু হয়েছে আলোচনা। দীর্ঘদিন ধরেই গুগল সার্চ ইঞ্জিন ডিফল্ট আকারে রয়েছে অ্যাপলের এই ব্রাউজারে । এ বছরই এদের মধ্যকার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। অ্যাপলের এই ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে যুক্ত হওয়ার জন্য বড় দুই কোম্পানী মাইক্রোসফট ও ইয়াহু আগে থেকেই তোড়জোড় শুরু করেছে। কিন্তু প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট কাল্ট অব ম্যাক অ্যাপল জবসের বরাত দিয়ে জানিয়েছে, নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি করার জন্য লোক নিয়োগ দিচ্ছে অ্যাপল। সার্চ প্ল্যাটফর্ম ‘অ্যাপল সার্চ’ তৈরির লক্ষ্যে এ বিষয়ে দক্ষ প্রকৌশলী চাওয়া হয়েছে অ্যাপলের বিজ্ঞাপনে।
বাজার-বিশ্লেষকেরা বলছেন, প্রতিদ্বন্দ্বীদের সাথে চলার পরিবর্তে অ্যাপল নিজের সার্চ ইঞ্জিন তৈরির কথাই ভাবছে। কারণ তাদের যেহেতু ব্রাউগার আছে, সেক্ষেত্রে ডিফল্ট সার্চ ইঞ্জিন হলে সার্চ বা অনুসন্ধানের ক্ষেত্রে ব্যাপক এগিয়ে থাকা সম্ভব। সম্প্রতি যুক্তরাষ্ট্রে গুগল সার্চ ইঞ্জিনকে বাদ দিয়ে ইয়াহুকে ডিফল্ট সার্চ ইঞ্জিন করায় ইয়াহুর জনপ্রিয়তা বেড়েছে। ২০০৮ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহারের হার ৭৫ শতাংশের নিচে নেমে এসেছে।