রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » মোবাইল এবং ইন্টারনেট-এ শুনুন রেডিওনেক্সট ৯৩.২ এফএম
মোবাইল এবং ইন্টারনেট-এ শুনুন রেডিওনেক্সট ৯৩.২ এফএম
বর্তমানে বাংলা রেডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন বেশিরভাগ মোবাইলেই এফএম রেডিও যুক্ত থাকে। রেডিও মাধ্যম গুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে এফএম ব্যান্ডের রেডিও। কিন্তু ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহর ছাড়া এফএম রেডিও শোনা যায় না। রেডিও এর আরেকটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইন্টারনেট রেডিও বা অনলাইন রেডিও। ইন্টারনেট থাকলে অনলাইন থেকে প্লেয়ারের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রেডিও শোনা যায়। কিন্তু বেশীরভাগ অনলাইন রেডিও মোবাইল ইন্টারনেট থেকে শোনার ব্যবস্থা নেই।এসব বাধা পেরিয়ে রেডিও ৯৩.২০ এফএম টিউন করে রেডিও নেক্সট এর পরীক্ষামূলক সম্প্রচার যেকোনোডিভাইস এ শুনতে পারবেন। ঢাকাবিভাগ ও আশেপাশের জেলা সমূহে রেডিওনেক্সট ৯৩.২০ এফএম শুনতে পারবেন। বিস্তারিত জানতে ও শুনতে ওয়েবসাইট www.radionext.fm এবং ফেইসবুক এ লগঅনকরুন www.facebook.com/radionext93.2
২৬শে জানুয়ারী ২০১৫ইং রোজসোমবারনিটল-নিলয়গ্রুপএরপ্রধানকার্যালয় ৭১ মহাখালী, ঢাকা-১২১২ এ নিটল-নিলয়গ্রুপ এর নতুন কনসার্নএফএমচ্যানেল “রেডিওনেক্সট ৯৩.২ এফএম” এর শুভ টেস্টট্রান্সমিশন উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিতছিলেন নিটল-নিলয় গ্রুপএর মাননীয় চেয়ারম্যান আব্দুলমাতলুবআহমাদ, ভাইসচেয়ারম্যান আব্দুলমারিবআহমাদ, রেডিওনেক্সট এর সিবিও অরুপ কুমার চাকিসহ নিটল-নিলয়গ্রুপএর অন্যান্য পরিচালকবৃন্দ ও উর্ধ্বতনকর্মকর্তাবৃন্দ।