মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » যাত্রা শুরু করলো দারাজ
যাত্রা শুরু করলো দারাজ
বিশ্বের শীর্ষস্থানীয় ই-রিটেইল ব্র্যান্ড গুলোর একটি দারাজ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। দারাজ এর ভেঞ্চার হিসেবে কাজ করছে পৃথিবীর অন্যতম বৃহত্তম ইন্টারনেট এবং মোবাইল প্ল্যাটফর্ম রকেট ইন্টারনেট।
আজ এক জাকজমকপুর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দারাজ.কম.বিডি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুমিত সিং, এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপ (এপিএসিআইজি) এর ব্যবস্থাপনা পরিচালক কিরেন তান্না উপস্থিত সকল সাংবাদিক এবং অতিথিদের মাঝে ওয়েবসাইটটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে একটি ভ্যালেন্টাইনস স্পেশাল ক্যাম্পেইন ঘোষনা করেন, যা গ্রাহকদের জন্য ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে সুমিত সিং আন্তরিকভাবে উপস্থিত থেকে গ্লোবাল ব্র্যান্ড দারাজকে সকলের উদ্দেশ্যে উপস্থাপন করেন এবং এর ইতিহাস ও অর্জিত কৃতিত্বের কথা তুলে ধরেন। তিনি এই নতুন ভেঞ্চার দারাজ.কম.বিডি-এর সকল বৈশিষ্ট্য এবং অনন্য সেবা সমুহের বর্ননা তুলে ধরেন। এই সেবা সমুহের মধ্যে রয়েছে ফ্রি হোম ডেলিভারী, রিটার্ন পলিসি এবং ডিস্কাউন্ট অফার।
দেশে অনলাইন শপিং অভিজ্ঞতা এবং ভোক্তাদের নিয়ে কিছু বিষয় আলোচনা করতে গিয়ে উন্নততর পরিবর্তনের কথা মাথায় রেখে তরুণ কর্ণধার সুমিত বলেন, “রিটেইল পার্টনার এবং গ্রাহক উভয় পক্ষের কাছ থেকে দারাজ.কম.বিডি ব্যপক সাড়া পাচ্ছে, আমাদের ব্র্যান্ড কে আরো রোমাঞ্চকর করতে এবং আমাদের সেবাসমুহ প্রদানে আমরা এখন ব্যপক আশাবাদী।”
তিনি আরো বলেন, দারাজ- একটি ব্র্যান্ড হিসাবে প্রতিটি অফার এবং ডেলিভারীতে সবসময় আসল ব্র্যান্ডের নিশ্চয়তা, শক্তিশালী গ্রাহক সেবা এবং অসাধারণ বৈশিষ্ট্য প্রদান করে । আমরা দারাজ.কম.বিডি এর ক্ষেত্রেও ১০০% নিশ্চয়তা বজায় রাখবো।
১০০ টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড, ৫০০০ দ্রব্যের একটি বৃহৎ ক্যাটাগরির সমন্বয়ে একটি স্বয়ংসম্পূর্ণ পোর্টফলিও দারাজ.কম.বিডি’কে দেশের সেরা অনলাইন শপিং সাইট হিসাবে অবশ্যই দাবী করে। দারাজ.কম.বিডি এর সাথে যে সকল দেশীয় এবং বিশ্বমানের ব্র্যান্ডসমুহ ই-স্টোর নিয়ে কাজ করছে তাদের মধ্যে ইওলো, নিওর, সিম্ফোনী, দ্য বডি শপ, হুয়াওয়ে, স্যামসং, ওয়ালটন, অরণ্য, সিক্স ডিগ্রী মোবাইল, সাদা কালো, অ্যাপল, এলজি, ফাস্ট ট্র্যাক, ম্যাক, নিকন, এক্সট্যাসি, প্যানাসনিক, ডোরস পর্যালোচনার দিক থেকে বিশেষ ভুমিকা পালন করে আসছে।
দারাজ- এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপ (এপিএসিআইজি)এর একটি প্রতিষ্ঠান। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি বর্তমানে পাকিস্তান, মায়ানমার এবং বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।