রবিবার ● ২৯ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » উম্মুক্ত মঞ্চ » ব্লগ-নব যুগের নব মাধ্যম
ব্লগ-নব যুগের নব মাধ্যম
বিশ্ব জুড়ে বর্তমানে ব্লগিং খুবই জনপ্রিয়। এমনকি আমাদের দেশেও। মত প্রকাশের মাধ্যমে ছাড়িয়ে বিশ্বে ব্লগিং অধিকার আদায়ের লড়াইয়ে এক অভিনব পন্থা রূপে স্বীকৃত হয়েছে। সাম্প্রতিক সময়ের বর্হিবিশ্বের বিভিন্ন দেশের আন্দোলনই এর প্রমাণ। মত প্রকাশে মানুষ যেখানে বাধা পেয়েছে ব্লগিং সেখানে প্রেরণার শক্তি হয়েছে। শুধু আত্নকথা নয় সমাজ ও দেশের সংবাদও উঠে এসেছে ব্লগগুলোতে। অল্প সময়ে ব্লগিং এদেশে প্রসার বিস্তার করেছে। ইদানিং অনেকে ব্লগিং করছেন, ব্লগার হচ্ছেন। ব্লগার-এখন একটা নতুন পরিচয় বা নতুন আইডেনটিটি। বিশ্বে ব্লগিংয়ের ইতিহাস মাত্র একযুগ অতিক্রম করেছে। সামাজিক যোগাযোগ সাইটগুলোর মতোই দ্রুতই জনপ্রিয়তা পেয়েছে বিশ্ব জুড়ে। ১৯৯৭ সালে আক্ষরিক ভাবে ব্লগ শুরু হলেও ব্যবহার বৃদ্ধি পেতে শুরু করে ‘৯৯ সাল হতে। অনেকের মতে বিশ্বে এখন ২৫ কোটিরও বেশী ছোট বড় ব্লগ আছে আর ব্লগার অগণিত। ২০০২ সাল হতে ব্লগের রাজত্ব শুরু হয়। আর কয়েক বছরের মাঝে বাংলাদেশেও এর হাওয়া এসে লাগে। ২০০৭ সালের পর থেকে আস্তে আস্তে ব্লগ এদেশে জনপ্রিয় হয়ে উঠে। দেশে এখন অনেকগুলো স্বীকৃত ব্লগ আছে, ধারণা করা হয় ব্লগার আছেন লক্ষাধিক। নতুন নতুন ব্লগ হচ্ছে, ব্লগার বাড়ছে, আমরাও প্রযুক্তির সমান্তরালে হাঁটছি। ভার্চুয়াল পৃথিবীর উপযোগিতা ছাড়িয়ে ব্লগ আর ব্লগিং জীবন যাপনের অনুষঙ্গ হয়ে প্রভাবিত করছে আমাদের-এটা অনস্বীকার্য। পরিধি বেড়ে ব্লগ পরিস্ফুটিত হচ্ছে। নির্ধারিত কিছু সংখ্যক বৈশিষ্ট্যে সীমাবদ্ধ নেই আর ব্লগ, পরিধির পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ব্লগে মানুষের কর্মকান্ড। গত তিন চার বছরে তা বেশী লক্ষ্যণীয়। মত প্রকাশ শুধু নয় সমাজ রাষ্ট্র, সামাজিক আচার আচরণ, কর্মকান্ড, তত্ত্ব, ইতিহাস, বিজ্ঞান চর্চা, দর্শন, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, আলোচনা সমালোচনা, নিরীক্ষা, আবিষ্কার সবই ব্লগের উপাদান এবং আলোচনার বিষয়াদি। খোলামেলাভাবেই ব্লগগুলোতে সব বিষয় উঠে আসে। স্বাধীন মত প্রকাশ হয় ব্লগে। যদিও মডারেশন বা যাচাই তুলনামূলকভাবে কম। আমরা যা ভাবি বা বলতে চাই তা যাই হোক ব্লগ সবই প্রকাশ করে আর একারণেই ব্লগ নিতান্তই বিকল্প প্রকাশ বা প্রচার মাধ্যম নয়, বরং নিজস্ব স্বকীয়তা সৃষ্টিতে সক্ষম হয়েছে। অনেক বিষয় প্রচার মাধ্যমে আসার আগেই ব্লগে প্রকাশ পায়, প্রচারিত হয়ে ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়- অবশ্যই তা প্রাযুক্তিক উৎকর্ষতা আর মানুষের প্রকাশ করার অদম্য ইচ্ছার বহিঃপ্রকাশ। তবে এটাও ভাবনার বিষয় যে নিতান্তুই রগ রগে বিষয় বা কথা প্রকাশের জন্য ব্লগ নয়। বিশ্বের বিলিয়ন বিলিয়ন ওয়েবের মধ্যে পর্ণোগাফী গুলোই বেশীবার দেখা বা ভিজিটেড হয়। ব্লগেও এমন যে হয় না তা নয় তবে মডারেশনের কারণে কম মাত্রায়। কিন্তু গত এক/দুই বছর ধরে দেখা যাচ্ছে ব্লগে অপপ্রচার আর কুসমালোচনা মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে , প্রকাশ অযোগ্য কথা বা পোস্ট ব্লগগুলোকে ঘিরে ধরেছে। তবে দেশের কল্যাণের জন্য আমরা রাজনৈতিক সমালোচনাও করছি। কিন্তু ভাষার ব্যবহার (!) প্রশ্নবিদ্ধ হচ্ছে বার বার, এমনকি অনেক পোস্টের বক্তব্য সত্য বিবর্জিত। কুসমালোচনাই বেশী। অনেকে বিভ্রান্ত হচ্ছেন আবার হতাশও হচ্ছেন। ব্লগ অনেকের প্রতিবাদের মাধ্যম হিসেবে দেখছেন আবার অপপ্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। আমরা দেখছি যে অনেক সময় ক্যারিকেচার বা অতিরঞ্জিত করে ব্লগে প্রকাশ করা হচ্ছে , এর কারণে ভালো বিষয়গুলো আড়ালে চলে যাচেছ। অনেক শুদ্ধ কিছু থেকে আমরা বঞ্চিত হচ্ছি, প্রতিনিয়ত অপপ্রচারের মাত্রা বাড়ছে, সুনিুদির্ষ্ট কিছু ব্লগ নাকি কোন গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। আর আমরা অনেকে অপ্রাসঙ্গিক বিষয়ের অযথা অবতারণা করে ব্লগার হিসেবে নিজেদের গ্রহণযোগ্যতা হারাচ্ছি। সবকিছুরই প্রয়োজন যেমন আছে তেমনই সত্যের প্রকাশের চর্চাও অতি জরুরী। ব্লগ সেই সত্য প্রকাশে অন্যতম হাতিয়ার। দেশের ভিতরে বা বাইরে কোন প্রকার ষড়যন্ত্র বা নাশকতা সৃষ্টির হাতিয়ার ব্লগ নয় তা আমাদের মনে রাখতে হবে। প্রযুক্তির উৎকর্ষতার সুফল চাই কুফল নয়। ব্লগ গুলো খেয়াল করলে দেখা যায় যে সমালোচনাই বেশী আতœসমালোচনা নেহাতই কম। দোষারোপের তুলনায় সৎ পরামর্শ কম। আতিœক বিশ্লেষণ নয় বরং হেয় প্রতিপন্নতার প্রচেষ্টাই বেশী। কিন্তু কেন? ব্লগের সুফল প্রাপ্তরা গুটিকয়েক হলেও মনে রাখা দরকার কারণে বা অকারণে কুফল ভোগী হতে পারেন অনেকে যা সমাজ ও রাষ্ট্রের জন্য অশুভ এবং ক্ষতিকর। মেধার প্রয়োগে যে প্রযুক্তি তার মাধ্যমে আমরা সত্যের প্রকাশ আর সুফল চাই। আড়ালের কথা যেমন জানতে চাই তেমনই আবার দেশের আড়াল অপরকে জানাতে চাই না। অশুভ কর্মপ্রয়াসের যেমন প্রকাশ চাই তেমনি আবার সত্য সুন্দরের জন্য অনুপ্রেরণাও প্রয়োজন। ব্লগ সেই সত্য সুন্দরের প্রকাশে অন্যতম শক্তিশালী মাধ্যম। নব এই মাধ্যমের যাত্রায় কিছুদূর এসে এর আশু ভবিষ্যৎ নিয়ে আমরা যেন দ্বিধান্বিত না হই। গ্রহণযোগ্যতার প্রশ্নে ব্লগ যেন সমালোচনার মাঝে না পড়ে। ফলিত প্রযুক্তির দ্বারা সুফল বার্তা প্রদান ও সৃষ্টিশীলতার প্রকাশই হোক ব্লগের উদ্দেশ্য নতুবা অতলে হারানোর পথ পরিষ্কার হবে।
কোন অপকর্ম বা অপ্রপ্রয়াস নয় উদ্ভাবন উৎকর্ষ আর উত্তরণের মাধ্যমই ব্লগ।
আশরাফ সিদ্দিকী বিটু
ব্লগার,
সদস্য, বাংলাদেশ আইসিটি জার্ণালিস্ট ফোরাম
ও
পরিচালক, সিআরআই