রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » পিসির মাধ্যমেই নিয়ন্ত্রণ করুন অ্যান্ড্রয়েড ফোন
পিসির মাধ্যমেই নিয়ন্ত্রণ করুন অ্যান্ড্রয়েড ফোন
পিসি থেকেই যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে কল করা, মেসেজ ও নোটিফিকেশন গ্রহণ ইত্যাদি কাজ করা যায় তাহলে কেমন হয়? এয়ারড্রয়েড (AirDroid) অ্যাপটি এ সুযোগ দিচ্ছে। অ্যাপটি র রয়েছে আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।
অ্যাপটি ব্যবহারের উপায়-
১. এ লেখার নিচে দেওয়া লিংকে ক্লিক করে এয়ারড্রয়েড (AirDroid) অ্যাপটি গুগল স্টোর থেকে ডাউনলোড করুন।
২. আপনার অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি ইনস্টল করুন।
৩. অ্যাপটি আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলবে, যদিও এটি জরুরি নয়। সাইন ইন লেটার-এ ট্যাপ করলেই চলবে।
৪. এরপর এয়ারড্রয়েড আপনার কম্পিউটারে নোটিফিকেশন দেখানোর জন্য অনুমতি চাইবে। এতে এনেবল ট্যাপ করতে হবে।
৫. এয়ারড্রয়েড আপনাকে সিস্টেম সেটিংস-এ নিয়ে যাবে। এখানে ‘AirDroid Notification Mirror service’-এ ট্যাপ করতে হবে।
৬. কনফার্মেশন পপআপ আসলে তাতে ওকে করতে হবে।
৭. আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এয়ারড্রয়েডে ফিরতে হবে। এরপর ফোনে http://web.airdroid.com দেখা যাবে।
৮. এরপর আপনার কম্পিউটার ইন্টারনেট সংযুক্ত করে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটটিতে যেতে হবে। সেখানে একটি কিউআর কোড দেখা যাবে।
৯. আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিউআর কোডটি ট্যাপ করে ইউআরএল-এর পাশে নিতে হবে। এতে ক্যামেরা চালু হবে।
১০. কম্পিউটারের কিউআর কোডটির সামনে মোবাইলের ক্যামেরা ধরতে হবে। এতে কিউআর কোডটি স্ক্যান করে নেওয়ার পর কাজ সম্পন্ন হবে।
এরপর থেকে অ্যান্ড্রয়েড নোটিফিকেশনগুলো আপনার ব্রাউজার উইন্ডোতে চলে আসবে। এটি অনেকটা হোয়াটসঅ্যাপ-এর সংযোগের মতোই কাজ করে। ব্রাউজার উইন্ডোতেই আপনি স্ক্রিনশট, ক্যামেরা, মিউজিক, ফটো, ভিডিও ইত্যাদি পাবেন।
ডাউনলোড লিংক : এয়ারড্রয়েড AirDroid