রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » লাঠি পেটা খেলো গ্রামীণফোন শ্রমিক-কর্মচারী ইউনিয়ন
লাঠি পেটা খেলো গ্রামীণফোন শ্রমিক-কর্মচারী ইউনিয়ন
গ্রামীণফোন অ্যামপ্লয়িজ ইউনিয়নের পর এবার গ্রামীণফোন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আন্দোলনে হস্তক্ষেপ শুরু করেছে গ্রামীণফোন। আজ রোববার রোববার সকাল থেকেই রাজধানীর বারিধারায় গ্রামীণফোনের মূল ভবনের সামনে অবস্থান নেন এর কর্মচারীরা। তারা অভিযোগ করে বলছেন, র্যাব ডেকে লাঠিপেটা করিয়ে কর্মচারীদের অবস্থান কর্মসূচি ভন্ডুল করে দিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন মেনে লভ্যাংশের ৫ শতাংশ কর্মচারীদের মধ্যে সমবন্টনের দাবিতে গ্রামীণফোন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মীরা গ্রামীণফোনের মূল ভবনের সামনে অবস্থান নেন এর কর্মচারীরা। এরপর বিকেলে হঠাৎ করেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ এর বেশ কিছু সদস্য তাদের ওপর চড়াও হয়। আন্দোলনরত কর্মীরা র্যাবের লাঠিপেটায় চলে গেলেও ঘটনাস্থলে র্যাবের অবস্থান রয়েছে।
একাধিক কর্মচারীর অভিযোগ, তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন এমন সময় র্যাব সদস্যরা হাজির হয়ে কোনো কথা ছাড়াই তাদের ওপর লাঠিচার্জ শুরু করে। বেধড়ক লাঠিপেটায় বেশ কয়েকজন কর্মচারী আহত হন। মাটিতে ফেলেও কাউকে কাউকে পেটানো হয়। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন। আতঙ্কিত হয়ে দিগবিদিক ছোটাছুটিতে মুহূর্তেই ফাঁকা হয়ে যায় কর্মসূচিস্থল। এ সময় র্যাব সদস্যরা কর্মচারীদের ব্যানারটি নিয়ে যায়।
তবে গ্রামীণফোন অ্যামপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ) এর সাধারণ সম্পাদক মিয়া মাসুদ প্রিয়.কমকে বলেছেন, আমাদের ৫% শতাংশ নিয়ে আন্দোলন যখন সফল হতে চলেছে তখন নতুন এই ইউনিউয়নের আন্দোলন আমাদের কাছে সন্দেহ সৃষ্টি করেছে। গ্রামীণফোন কর্তৃপক্ষ নিজেরাও এ ব্যাপারে মদত দিতে পারে বলেও তিনি জানান। তবে মাসুদ বলছেন, তারা নিজেদেরকে ইমপ্লয়ি দাবি করে কোর্টে মামলা করেছে। কোর্ট যদি তাদের স্বীকৃতি দেয় তাহলে তারা আমাদের প্যানেলের সদস্য হয়ে যাবে এবং তাদের জন্য ট্রাষ্টিবোর্ড ৫% লভ্যাংশ জমা রাখবে।
প্রসঙ্গত, গ্রামীণফোন শ্রমিক-কর্মচারী ইউনিয়ন মূলত গ্রামীণফোনের গাড়ির ড্রাইভার, অ্যাসিস্টেন্ট, সিকিউরিটি এবং ক্লিনারদের সংগঠন। এই সংগঠনে প্রায় ১২ শতাধিক কর্মী রয়েছে।