রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্যক্তিগত গোপনীয়তা নীতিতে পরিবর্তন আনবে গুগল
ব্যক্তিগত গোপনীয়তা নীতিতে পরিবর্তন আনবে গুগল
ইউরোপীয় অঞ্চলের জন্য ব্যক্তিগত গোপনীয়তা নীতিতে পরিবর্তন আনার কথা জানিয়েছে গুগল। এর ফলে এখন থেকে একজন ব্যবহারকারীর তথ্য কিভাবে সংগ্রহ করবে গুগল, সে ব্যাপারে ব্যবহারকারীদের একটি স্পষ্ট ধারণা দিয়ে দেওয়া হবে।
বেশ কিছুদিন ধরেই ইউরোপে চাপের মুখে আছে গুগল। মাস দুয়েক আগে গুগল থেকে সার্চ বিভাগকে আলাদা করে ফেলার জন্য গুগলকে চাপ দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন।
তবে গুরুত্বপূর্ণ এই পরিবর্তন আনার পেছনে মূল ভূমিকা পালন করেছে যুক্তরাজ্যের ‘ইনফর্মেশন কমিশনার্স অফিস’ (আইসিও)। ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি ব্যবহারকারীদের সামনে আরও খোলাসা করে উপস্থাপন করতে বেশ কিছুদিন ধরেই গুগলের উপর চাপ প্রয়োগ করে আসছিল সংস্থাটি। তবে অন্যান্য দেশে গোপনীয়তার এই নীতি পরিবর্তনের ক্ষেত্রে সেসকল দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে নেবে গুগল, এমনটাই জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।