রবিবার ● ২৫ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » এইডস প্রতিষেধক আসবে : বিল গেটস
এইডস প্রতিষেধক আসবে : বিল গেটস
আগামী ২০৩০ সালের মধ্যেই এইডস রোগের দুটি প্রতিষেধক উদ্ভাবিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিল গেটস। তিনি এই ঘটনাকে ‘মিরাকল’ বলে উল্লেখ করেছেন। আর এর মধ্যমে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগটির একটি অবসান হবে বলেও মনে করেন তিনি।
বিল গেটসের দাতব্য সংস্থা বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন মেডিকেল রিসার্চের জন্য কোটি কোটি ডলার দিয়েছেন বিভিন্ন গবেষণা সংস্থাকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া এক বক্তৃতায় এ তথ্য জানান তিনি।
“আমরা খুবই আশাবাদি যে আগামী ১৫ বছর সময়ের মধ্যেই আমরা এই রোগের প্রতিষেধক তৈরিতে সফল হবো।”, জানান গেটস। এইডসের পাশাপাশি ম্যালেরিয়া দূর করার কথাও জানিয়েছেন তিনি। এই রোগের প্রতিষেধক তৈরির কাজ এইডসের চেয়েও এগিয়েছে। গত বছরের জুলাই মাসে গ্লাক্সোস্মিথক্লাইন ম্যালেরিয়ার একটি প্রতিষেধক তৈরি করে সেটি অনুমোদনের জন্য জমা দিয়েছে।