রবিবার ● ২৫ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে পুরনো মেসেজ যেভাবে মুছবেন
স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে পুরনো মেসেজ যেভাবে মুছবেন
আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মেসেজ ওপেন হতে কি অনেক সময় লাগে? অতিরিক্ত মেসেজের কারণেও এমনটা হতে পারে। এ সমস্যার সমাধান হতে পারে পুরনো মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করার ব্যবস্থা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।
স্মার্টফোনে যদি অতিরিক্ত মেসেজ জমা হয় তাহলে তা থেকে আপনার ফোন ধীরগতির হয়ে যেতে পারে। ধীরগতির এ সমস্যা দূর করার জন্য অনেকেই মেসেজ বাছাই করে করে ডিলিট করেন। কিন্তু এটি অনেকের জন্যই সময়সাপেক্ষ। আর আলসেমির কারণে তা করা হয়ে ওঠে না। ফলে স্মার্টফোন ধীরগতির হয়ে যায়।
যেভাবে স্বয়ংক্রিয়ভাবে এ ধীরগতির মেসেজ সমস্যা দূর করবেন-
অ্যান্ড্রয়েড
গুগলের হ্যাংআউটস (Hangouts) অ্যাপ ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস মুছে ফেলা সম্ভব। এজন্য আপনার ডিফল্ট এসএমএস অ্যাপ হিসেবে হ্যাংআউটস ব্যবহার করতে হবে।
হ্যাংআউটস চালু করতে যা করতে হবে তা হলো-
১. হ্যাংআউটস ওপেন করুন। স্মার্টফোনে না থাকলে ডাউনলোড করে নিন।
২. স্ক্রিনের উপরের তিনটি পাশাপাশি আইকন থেকে উপরের বামপাশেরটি সিলেক্ট করুন।
৩. ট্যাপ করুন সেটিংস-এ।
৪. ট্যাপ করুন এসএমএস-এ।
৫. ট্যাপ করুন ‘এসএমএস ডিসঅ্যাবল্ড’-এ। এরপর ওকে করুন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
হ্যাংআউট থেকে মেসেজ ডিলিট করার স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করুন-
১. অ্যাডভান্সড অংশে যান।
২. চেক করুন ‘ডিলিট ওল্ড মেসেজেস।’ এতে মেমোরি কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে পুরনো মেসেজগুলো মুছে যাবে।
মটো ই, মাইক্রোম্যাক্স ক্যানভাস ২, এলজি জি৩-সহ কিছু স্মার্টফোনে অবশ্য হ্যাংআউট ছাড়াই এ কাজটি করা সম্ভব। এগুলোর নির্মাতারা স্বয়ংক্রিয়ভাবে মেসেজ ডিলিটের একটি ব্যবস্থা রেখেছেন।
১. এসএমএস অ্যাপ ওপেন করুন।
২. উপরের ডান পাশ থেকে তিনটি ডটে ক্লিক করুন।
৩. সেটিংস > স্টোরেজ-এ ক্লিক করুন।
৪. ‘ডিলিট ওল্ড মেসেজেস’-এ ক্লিক করুন। এরপর সেখানে মেসেজের সংখ্যা নির্ধারণ করে দিন। আপনার স্মার্টফোনের মেসেজের সংখ্যা এর চেয়ে বেড়ে গেলেই তা নিজে নিজে ডিলিট হয়ে যাবে।
আপনি যদি ইনবক্সের বাইরে পুরনো মেসেজগুলো সংরক্ষণ করতে চান তাহলে যে কোনো একটি মেসেজের ওপর কিছুক্ষণ চাপ দিয়ে রাখুন। এরপর ‘কপি টু সেভড বক্স’-এ ক্লিক করুন। এতে কোনো জরুরি মেসেজ থাকলে তা ভিন্ন স্থানে সংরক্ষণ হবে।
আইফোন
আইফোনে এ কাজটি করা তুলনামূলভাবে সহজ। এজন্য যা করতে হবে-
১. Settings > Messages-এ যান।
২. স্ক্রল ডাউন করে মেসেজ হিস্টোরিতে (MESSAGE HISTORY) যান।
৩. ট্যাপ করুন Keep Messages.
৪. ৩০ দিন বা ১ বছর পছন্দ করুন। মেসেজগুলো এ সময়ের চেয়ে পুরনো হলে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।