রবিবার ● ২৫ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুকে চাকরি : কঠিন ইন্টারভিউয়ে ১৩টি জটিল প্রশ্নের নমুনা
ফেসবুকে চাকরি : কঠিন ইন্টারভিউয়ে ১৩টি জটিল প্রশ্নের নমুনা
অনলাইন জব কমিউনিটি গ্লাসডোর এর মতে, চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ গ্রহণের ক্ষেত্রে ফেসবুক কঠিনতম প্রতিষ্ঠানের একটি। তাদের প্রশ্নগুলো নাকি খুব জটিল। যারা বিভিন্ন সময় ফেসবুকে ইন্টারভিউ দিতে গিয়েছেন, তাদের কাছ থেকে গ্লাসডোর সংগ্রহ করেছে এই প্রশ্নগুলো। দেখে নিন ফেসবুকের কঠিন ১৩টি প্রশ্ন।
১. ডেটা সায়েন্টিস্ট পদের জন্য প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়, এক দিনে ফেসবুকে কতগুলো জন্মদিনের পোস্ট আসে?
২. ডেটা সায়েন্টিস্ট পদের ইন্টারভিউয়ে আসা আরেক প্রার্থীকে অংক দেওয়া হয়, একটি চাকতি আপনি তিনবার ঘোরাতে পারেন। আপনাকে ‘x’ ডলার দেওয়া হবে যেখানে ‘x’ সর্বোচ্চতম ঘূর্ণন। এই ঘূর্ণনকে আপনি যেকোনো সময় থামাতে পারেন। যেমন- প্রথম ঘূর্ণনে একটি পয়েন্ট থেকে ৬ বার পর্যন্ত ঘুরে আসতে পারে চাকতি এবং তখন তাকে থামিয়ে দিতে পারেন। এ ক্ষেত্রে আপনি কত ডলার উপার্জন করতে পারেন।
৩. ফেসবুকে অ্যাকাউন্ট ম্যানেজারের জন্য প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়, ইন্টারনেটে কি পরিমাণ অর্থ খরচ করা হয়?
৪. ক্লায়েন্ট পার্টনার পদের এক প্রার্থীকে প্রশ্ন করা হয়, ক্রেতার কাছে ফেসবুক কিভাবে বিক্রি করবেন?
৫. অপারেশন অ্যাসোসিয়েট ইন্টেলিজেন্স পদে আবেদন করা প্রার্থীকে বলা হয়, ফেসবুকে ফটো আপলোড হঠাৎ করে ৫০ শতাংশ কমে গেলে কি ধরনের পদক্ষেপ নেবেন?
৬. প্রোডাক্ট অ্যানালিস্ট পদের জন্য একটি প্রশ্ন ছিল, একটি রেখায় দুটো বিন্দু এলোমেলোভাবে রাখা আছে। এ থেকে তিনটি বিন্দু তৈরি হয়ে একটি ত্রিভুজ তৈরির সম্ভাবনা কতটুকু?
৭. প্রোডাক্ট ডিজাইনার প্রার্থীকে বলা হয়, গ্রুপিং অ্যাপ এর জন্য আইফোনের ফোল্ডারকে কিভাবে আর উন্নত করা যায়?
৮. একই পদের প্রার্থীদের জন্যে আরেকটি প্রশ্ন ছিল, টেলিভিশনের রিমোট কন্ট্রোলকে কিভাবে নতুন করে ডিজাইন করবেন?
৯. প্রোডাক্ট ম্যানেজার প্রার্থীর প্রতি আরেকটি প্রশ্ন ছিল, আমেরিকার মোট বিমানবন্দরের হিসাবটা কত হবে?
১০. সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টারভিউয়ে প্রশ্ন করা হয়, একটি বাইনারি ট্রি-কে প্রিন্ট করতে লাইন বাই লাইন কোড বের করুন।
১১. একই পদের জন্য আরেকটি প্রশ্ন ছিল, একটি ব্যস্ত সেতুর ওপর দিয়ে কতগুলো গাড়ি যাচ্ছে তার সংখ্যা কিভাবে বের করবেন?
১২. প্রোডাক্ট ম্যানেজার প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়, একটি অ্যাপ কিভাবে ডিজাইন করবেন?
১৩. সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রার্থীকে বলা হয়, ফেসবুকে কিছু বদলে ফেলতে বলা হলে আপনি কোনটি করবেন?
সূত্র : বিজনেস ইনসাইডার