শুক্রবার ● ১৬ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » আপনার সম্পর্কে পরিবারের চেয়ে বেশি জানে ফেসবুক
আপনার সম্পর্কে পরিবারের চেয়ে বেশি জানে ফেসবুক
ফেসবুকে আপনার যাবতীয় ‘লাইক’ বিশ্লেষণ করে একটি প্রোগ্রাম। এর মাধ্যমে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে যে তথ্য তারা পায়, তা হয়তো আপনার পরিবার এবং বন্ধুরাও জানেন না। নতুন এক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে।
ফেসবুকে যে সকল পোস্টে আপনি লাইক দিচ্ছেন, পোস্ট করছেন বা কমেন্ট করছেন, তা আসলে আপনার পছন্দ-অপছন্দ এবং ব্যক্তিত্ব প্রকাশ করছে। আর প্রত্যেক ব্যবহারকারীর ব্যক্তিত্ব বিশ্লেষণ করে চলেছে ফেসবুক। তাদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামের মাধ্যমে তারা এতো বেশি আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করছে যে, আপনার আপনজনরাও এতো কিছু জানেন না।
ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা জানান, ফেসবুক তাদের বিশেষ প্রোগ্রামের মাধ্যমে মানুষের মানসিক দিকগুলো ব্যাপভাবে বিশ্লেষণ করছে। ভবিষ্যতে এমন একটি সময় আসবে যখন কম্পিউটার পুরোপুরি মানুষের মনটাকে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেবে।
প্রধান গবেষক উ ইউইউ বলেন, এভাবে মানুষ-কম্পিউটারের এসব ক্রিয়া-প্রতিক্রিয়া এক সময় সায়েন্স ফিকশন সিনেমার মতো হবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রযুক্তির এই অবস্থায় মানুষের গোপনীয়তা বলে কিছু থাকবে না।
এ গবেষণায় দেখা যায়, কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম অনেক সঠিকভাবে মানুষের পছন্দ-অপছন্দ এবং ব্যক্তিত্বের নানা দিন পর্যবেক্ষণ করতে পারে। তারা উদারতা, শুভবুদ্ধি, সম্মতি, ইতিবাচকতা এবং ধারণ ক্ষমতার ভিত্তিতে মানুষের ব্যক্তিত্ব পর্যবেক্ষণ করে।
পিএনএএস জার্নালে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস