শুক্রবার ● ১৬ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » স্মার্টফোন ব্যবহারে মানসিক ভারসাম্য হারাতে পারেন!
স্মার্টফোন ব্যবহারে মানসিক ভারসাম্য হারাতে পারেন!
অত্যাধিক স্মার্টফোন ব্যবহারের জেরে ‘নেটব্রেন ডিসঅর্ডারে’ আক্রান্ত হচ্ছেন। ফলে মানসিক ভারসাম্য হারাতে পারেন। নতুন এক সমীক্ষা লক্ষ্য করেছে ১১ শতাংশ ব্রিটিশ নাগরিক অত্যাধিক ইন্টারনেট ব্যবহারের জন্য আত্মমগ্নতা অথবা অন্য কোনও ভাবে নিজেকে হারিয়ে ফেলছেন। গবেষকরা দেখেছেন এরা সকলে নয় অনলাইনে জুয়া খেলতে ব্যস্ত থাকেন অথবা সোশ্যাল নেটওয়ার্ক কাজে বা ভিডিও গেম নিয়ে নিজেকে আবদ্ধ রাখেন। এরফলে ৫৭ লক্ষ প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১১ শতাংশ ব্রিটিশ নাগরিকের মধ্য এমন আচরণ লক্ষ্য করা গেছে। এক হাজার লোকের ভিসুয়াল ডিএনএ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় এই সমীক্ষা চালিয়ে লক্ষ্য করেছে, ১৮-৩৪ বয়েসের এক তৃতীয়াংশ লোক, ৩৫-৫৪ বয়েসের ১১ শতাংশ এবং ৫৪ বছরের বেশি বয়েসের ৪ শতাংশ মানুষ এই ভাবে আক্রান্ত হচ্ছেন।