মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » বাড়ীতে না থেকেও ডোরবেলের রিং শোনা যাবে
বাড়ীতে না থেকেও ডোরবেলের রিং শোনা যাবে
আজকাল স্মার্টফোনের সাহায্যে কতকিছুই না করা যায়। তারই ধারাবাহিকতায় এবার ওয়াই-ফাই সক্রিয় ডোরবেলের সাহায্যে বাড়ীতে কেউ আসলে বাহিরে থেকেও তার সাথে কথা বলা যাবে।
‘দ্যা রিং’ নামের এই ডোরবেল এইচডি ক্যামেরা দিয়ে সজ্জিত এবং বাড়ির ওয়াই ফাই নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করা। যখন কোন গেস্ট বাড়ীর দরজায় ডোরবেল বাজাবে তখন স্মার্টফোনে একটি সংকেত যাবে এবং লাইভ ভিডিও স্ট্রিমিং খুলবে যাতে মাইক্রোফোনের সাহায্যে তার সাথে কথা বলা যাবে।
১৯ জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ১৯৯ ডলারে পাওয়া যাবে এটি।