রবিবার ● ৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » আইসিটি বিনোদন » শুরু হল জনপ্রিয় ‘হাইওয়ে চেইজ’ গেমের অনলাইন প্রতিযোগিতা
শুরু হল জনপ্রিয় ‘হাইওয়ে চেইজ’ গেমের অনলাইন প্রতিযোগিতা
এক্সপো মেকারদের সাথে ১ম এবং সফল মোবাইল গেমিং প্রতিযোগিতার পর রাইজ আপ ল্যাবস পুনরায় আয়োজন করেছে নতুন গেমিং প্রতিযোগিতা; তবে একটু ভিন্ন প্রক্রিয়ায়। এবার তারা আয়োজন করেছে অনলাইন গেমিং প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় একজন অংশগ্রহণকারী ঘরে বসেই অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতাটি গত ৩০ই ডিসেম্বর, ২০১৪ থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ২৮ই জানুয়ারি, ২০১৫ পর্যন্ত।
এতে অংশগ্রহণের ১ম এবং প্রধান শর্ত হল, প্রতিযোগীকে “হাইওয়ে চেইজ” গেমটির সর্বশেষ ভার্সন ডাউনলোড করতে হবে। এছাড়াও বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে, যা এই লিংকে পাওয়া যাবে https://www.facebook.com/notes/rise-up-labs/highway-chase-online-gaming-contest-january-2015/339898016135015.
সম্পূর্ণ প্রতিযোগিতায় টপ স্কোরার হিসেবে যে ১ম হবে, তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় স্মার্টফোন। এছাড়া প্রতিদিন একজন করে বিজয়ী নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে; দিন শেষে যারা “হাইওয়ে চেইজ” গেমটিতে ন্যূনতম ৩০০ বা এর বেশি করতে পারবে তাদের মধ্যে লটারি করা হবে। প্রতিদিনের বিজয়ীদের জন্য পুরষ্কার হিসেবে থাকছে, ফ্লেক্সিলোড, টি-শার্ট, কফি কাপ ইত্যাদি।