সোমবার ● ২৯ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » অ্যামাজন হ্যাকিংয়ের শিকার
অ্যামাজন হ্যাকিংয়ের শিকার
আবারও হ্যাকিংয়ের শিকার শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট অ্যামাজনসহ নামকরা বেশকিছু ওয়েবসাইট। হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে একটি হ্যাকার গ্রুপ যারা নিজেদের অ্যানোনিমাসের অংশ হিসেবে দাবি করেছে।
হ্যাকাররা প্লেস্টেশন নেটওয়ার্ক, এক্সবক্স এবং অ্যামাজনের প্রায় ১৩,০০০ ব্যবহারকারীর পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ডের তথ্য অনলাইনে ফাঁস করে দিয়েছে। একইসাথে উত্তর কোরিয়ার এক রাজনৈতিক নেতাকে নিয়ে নির্মিত ছবি ‘দ্য ইন্টারভিউ’ এর পাইরেটেড ডাউনলোড লিংকও প্রকাশ করেছে গ্রুপটি।
হ্যাকিংয়ের শিকার হয়েছে, এমন সাইটগুলোর মধ্যে আরও আছে ওয়ালমার্ট, হুলু এবং ডেলের মতো ওয়েবসাইটও। মাত্র একদিন আগেই প্লেস্টেশন নেটওয়ার্ক এবং এক্সবক্স লাইভ হ্যাকিংয়ের শিকার হয়েছিল।