শনিবার ● ২৭ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিনোদন » ‘দ্য ইন্টারভিউ’ মুক্তি পেল অনলাইনে
‘দ্য ইন্টারভিউ’ মুক্তি পেল অনলাইনে
আলোচিত চলচ্চিত্র ‘দ্য ইন্টারভিউ’ দুই দফা সাইবার হামলার পর শেষতক অনলাইনে মুক্তি পেল। শুধু যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য ওয়েবসাইটে ডিজিটাল চুক্তির মাধ্যমে ছবিটি মুক্তি দেয় সনি পিকচার্স। গুগলের ইউটিউব ও মাইক্রোসফটের এক্সবক্স প্ল্যাটফর্ম ছাড়াও সি দ্য ইন্টারভিউ ডটকম নামের ওয়েবসাইট থেকে ছবিটি দেখা যাবে।
‘গার্ডিয়ান অব দ্য পিস’ নামের একটি হ্যাকার গ্রুপ সনির সাইট হ্যাক করেছিল। এরপর থেকেই সন্দেহ করা হচ্ছে, উত্তর কোরিয়া থেকেই সনির সাইট হ্যাক করা হয়। এদিকে অনলাইনে মুক্তি দিলেও স্থানীয় সিনেমা হলগুলো দেখাতে রাজি না হওয়ায় বড়দিনে ছবিটির মুক্তি স্থগিত করা হয় বলে জানিয়েছে সনি পিকচার্স কর্তৃপক্ষ।
মুক্তির আগেই গত সোমবার থেকে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের অঘোষিত ভার্চুয়াল হুমকির মুখে পড়ে চলচ্চিত্রটি। এক বিবৃতিতে সনির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী বলেন, বরাবরের মতোই সনি জাতীয়ভাবে ছবিটি মুক্তি দিতে চেয়েছিল। কিন্তু সাইবার হামলার কারণে এবার তা সম্ভব হলো না।
সনি জানায়, চলচ্চিত্রটি ভাড়ায় দেখতে এককালীন ৫ দশমিক ৯৯ ডলার অথবা কিনে দেখতে চাইলে ১৪ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে। ‘দ্য ইন্টারভিউ’তে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ব্যঙ্গ করায় সাইবার হামলার মুখে পড়ে সনি পিকচার্স। অভিযোগ রয়েছে, কিম জং উনকে হত্যা করার এক কাল্পনিক কাহিনী নিয়ে ছবিটি বানানোর কারণে অনলাইন হামলার শিকার হয় সনি পিকচার্স