সোমবার ● ২৩ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » অটোমোবাইল নীতিমালা জুলাইয়ের মধ্যে প্রণয়ন করা হবে
অটোমোবাইল নীতিমালা জুলাইয়ের মধ্যে প্রণয়ন করা হবে
আগামী জুলাইয়ের মধ্যে অটোমোবাইল নীতিমালা প্রণয়ন করা হবে। দেশে একটি সুসংহত ও টেকসই অটোমোবাইল শিল্পখাত গড়ে তোলার লক্ষ্যে এ নীতিমালা প্রণয়ন করা হবে। এর মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে আনত্মর্জাতিকমানের গাড়ি তৈরিতে সংশিস্নষ্ট উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেয়া হবে।
২২ জানুয়ারি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি পাড়াগাঁও গ্রামে রানার অটো মোবাইলস্ লিমিটেড স্থাপিত নতুন মোটরসাইকেল উৎপাদনকারী কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ তথ্য জানান।
শিল্পমন্ত্রী বলেন, জনবহুল বাংলাদেশে মোটরসাইকেলসহ যানবাহনের চাহিদা দিন দিন বাড়ছে। দেশীয় জনসম্পদ ও প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিকমানের মোটরসাইকেল তৈরি করা গেলে, নিজস্ব চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি সম্ভব হবে। এর মাধ্যমে আমদানি খরচ কমার পাশাপাশি মূল্যবান বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। বাংলাদেশে নিজস্ব প্রযুক্তিতে মোটরসাইকেল উৎপাদন গুণগত শিল্পায়নের ক্ষেত্রে নতুন ধারার সূচনা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
দিলীপ বড়ুয়া বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এশিয়ার অন্যতম স্থান। বর্তমানে বাংলাদেশে চমৎকার শিল্পবান্ধব পরিবেশ বিরাজ করছে। সরকারের বিনিয়োগ ও শিল্পনীতির ফলে গত তিন বছরে দেশের শিল্পখাতে উলেস্নখযোগ্য পরিমাণে দেশী-বিদেশী বিনিয়োগ হয়েছে। মহাজোট সরকারের নীতি সহায়তার কারণে দেশে শিল্পায়ন প্রক্রিয়া জোরদার হয়েছে। তিনি আমদানির পরিবর্তে আমদানি বিকল্প শিল্প কারখানা গড়ে তুলতে দেশীয় উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।