বুধবার ● ১০ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » শুক্রবার শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা
শুক্রবার শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা
এক্সপো মেকারের আয়োজনে শুক্রবার শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী স্মার্টফোন এবং ট্যাব মেলা। আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার ঘোষণা দেন এক্সপো মেকারের হেড অব অপারেশনস নাহিদ হাসনাইন সিদ্দিকী।
মেলায় থাকছে পাঁচটি প্যাভিলিয়ন, পাঁচটি মিনি প্যাভিলিয়ন ও ১১টি স্টল। মেলায় স্মার্টফোন এবং ট্যাব প্রদর্শন করবে ওকাপিয়া, ম্যাক্সিমাস, এসার, মাইসেল, শাওমি, এডেটা, আরএনটেক, ডিএক্স জেনারেশন, প্রেস্টিজিও, গ্যাজেটে গ্যাং সেভেনসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য আকর্ষণীয় ছাড়ের ঘোষণাও দিয়েছে।
এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এক্সপো মেকার ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) আয়োজনে ‘কেমন ইন্টারনেট চাই?’ শীর্ষক সংলাপ। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সাংবাদিক ও সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী এ মেলা ১২ ডিসেম্বর (শুক্রবার) শুরু হয়ে চলবে ১৪ ডিসেম্বর (রোববার) পর্যন্ত। এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে দেশে এটি তৃতীয় প্রদর্শনী। এবারের আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে আছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। কো-স্পন্সর হিসেবে থাকছে ওকাপিয়া, ম্যাক্সিমাস, লেনোভো, স্যামসাং ও সিম্ফনি।