বুধবার ● ১০ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » পুরনো পোস্ট খোঁজার সুবিধা চালু করেছে ফেসবুক
পুরনো পোস্ট খোঁজার সুবিধা চালু করেছে ফেসবুক
নিজের টাইমলাইনে থাকা পুরনো পোস্ট খোঁজার সুবিধা চালু করেছে ফেসবুক। গতকাল থেকে এই সুবিধা চালু করা হয়।
সাধারণত ফেসবুকের সার্চবারে কোন কিছু লিখে সার্চ দিলে ওই নামে থাকা বিভিন্ন প্রোফাইল, পেজ কিংবা গ্রুপের তালিকা পাওয়া যেতো। তবে এখন এর পাশাপাশি পাওয়া যাবে ওই কীওয়ার্ড রয়েছে, এমন পোস্টের তালিকাও।
দীর্ঘদিন ধরেই ফেসবুক এই সুবিধা চালুর কথা বলে আসছিল। গত বছর অল্প কিছু ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু করে ফেসবুক।
এই আপডেট প্রথমেই পাবেন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা। আইফোন অ্যাপ এবং ডেস্কটপ ভার্সনে পাওয়া যাবে এই সুবিধা।