সোমবার ● ১ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দিতে ইল্যান্স-ওডেস্ক ও এডুমেকার এর চুক্তি
ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দিতে ইল্যান্স-ওডেস্ক ও এডুমেকার এর চুক্তি
ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেয়ার লক্ষ্য নিয়ে এক হয়ে কাজ করার ক্ষেত্রে সমঝোতা চুক্তি করেছে ইল্যান্স-ওডেস্ক ও এডুমেকার। চুক্তির আওতায় আউটসোসিং মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সারদের আরও দক্ষ করার নানামূখী কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠান দুটি।
ফ্রিল্যান্সারদের সরাসরি প্রশিক্ষণ দিতে বাংলাদেশে অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্স-ওডেস্কের এমন কার্যক্রম অন্যতম। আর এজন্য এডুমেকারকে সবচেয়ে প্রফেশনাল এবং কার্যকর প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার রাজধানীর পান্থপথস্থ এডুমেকার কার্যালয়ে এক অনুষ্ঠানে ইল্যান্স-ওডেস্কের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান এবং এডুমেকারের কো-অর্ডিনেটর ফারাহ নিশাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সাইদুর মামুন খান জানান, আমাদের দেশে প্রতিদিন প্রচুর মানুষ ফ্রিল্যান্স ক্যারিয়ারে যুক্ত হলেও অনেকেই কমিউনিকেশন স্কিলের জন্য পিছিয়ে যাচ্ছে। আবার অনেকে সফলভাবে কাজ করলেও উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে গিয়ে টিম ম্যানেজমেন্ট, লিডারশিপ ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতার অভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে।
এডুমেকার ও ইল্যান্স-ওডেস্ক এই জায়গাটির ডেভেলপমেন্টে একসাথে কাজ করবে বলে জানান তিনি।
সাইদুর বলেন, ‘আমরা ফ্রিল্যান্সারদের সফট স্কিলে আরও দক্ষ করার জন্য খুব শীঘ্রই বেশ কিছু ফ্রি সেমিনার এবং ওয়ার্কশপের মতো কার্যক্রম পরিচালনা করবো। যার মাধ্যমে আমরা দেশের ফ্রিল্যান্সারদের আরও উন্নত অবস্থানে যাওয়ার বিষয়ে সহায়তা করতে পারবো।’
ফারাহ নিশাত বলেন, ‘আউটসোর্সিংয়ে সফলতা পেতে করণীয় বিষয়গুলো হাতে কলমে শেখাবে এডুমেকার। ইল্যান্স-ওডেস্কের মাধ্যমে এখানে সবচেয়ে সেরা ও সঠিক প্রশিক্ষণই পাবেন ফ্রিল্যান্সাররা।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেভসটিমের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন কবির, এডুমেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী।