বুধবার ● ২৬ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » মজার ও কাজের সাতটি ওয়েবসাইট দেখে নিন
মজার ও কাজের সাতটি ওয়েবসাইট দেখে নিন
অনলাইনে রয়েছে বহু ওয়েবসাইট, যা থেকে যেমন দরকারি বহু বিষয় পাওয়া যায় তেমন পাওয়া যায় নির্মল আনন্দ। এ লেখায় থাকছে তেমন কয়েকটি ওয়েবসাইট।
১. মিস এ
কেনাকাটার জন্য ওয়েবসাইট খুঁজতে গেলে এ সাইটের কোনো তুলনা হয় না। এদের সব পণ্যের দামই এক ডলার। আপনি যদি এখান থেকে পণ্য নাও কেনেন, তার পরেও নমুনা হিসেবে সংরক্ষণ করতে পারেন এদের সাইট।
ঠিকানা www.shopmissa.com
২. রজারহাব
আপনার পরীক্ষার বিভিন্ন নম্বরের ভিত্তিতে গ্রেড ভিত্তিতে ফলাফল কেমন আসবে, তা হিসাব করার জন্য এ সাইটটি অনন্য।
ঠিকানা http://rogerhub.com/
৩. ডাউন ফর এভরিওয়ান
কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে যদি তা বন্ধ পান তাহলে এ সাইট থেকে নির্ণয় করুন। সাইটটিতে গিয়ে কোনো ওয়েবসাইটের ঠিকানা টাইপ করলেই চলবে। এতে সেখানে প্রদর্শিত হবে যে, সাইটটি বন্ধ নাকি আপনার কম্পিউটারে কোনো সমস্যার কারণে তা আসছে না।
ঠিকানা http://downforeveryoneorjustme.com/
৪. রিভার্স ডিকশনারি ওয়ানলুক
ওয়েবসাইটটিতে ইংরেজি শব্দের এমন সব অর্থ আসবে, যা আপনি আগে কল্পনাও করতে পারেননি।
ঠিকানা Onelook.com
৫. ওয়ার্ড ফ্রিকোয়েন্সি কাউন্টার
যারা লেখালেখি করেন তাদের জন্য এটি হতে পারে একটি উপযুক্ত ওয়েবসাইট। এতে ইংরেজিতে লেখা আপনার কোনো গল্প বা প্রবন্ধ দিয়ে তার ফ্রিকোয়েন্সিসহ বিভিন্ন পরিসংখ্যান পাওয়া সম্ভব।
ঠিকানা http://www.writewords.org.uk/word_count.asp
৬. ফ্লিপ টেক্সট
এ ওয়েবসাইট থেকে কাজের কোনো বিষয় না হলেও যথেষ্ট মজার একটি বিষয় পাওয়া সম্ভব। আর তা হলো লেখা উল্টো করে নেওয়া। উল্টো লেখা দিয়ে আপনার বন্ধুকে চমকে দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন এ ওয়েবসাইটটি।
ঠিকানা http://www.fliptext.org
৭. হোয়াট দ্য ফন্ট
অনলাইনে বহু ফন্টের ছড়াছড়ি। এর মধ্য থেকে কোনো ফন্ট যদি আপনার প্রয়োজন হয়ে যায় তাহলে তার নাম নির্ণয় করার জন্য এ সাইটটি ব্যবহার করুন।
ঠিকানা http://www.myfonts.com/WhatTheFont