বুধবার ● ২৬ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » অ্যাপস কর্নার » নারীদের নিরাপত্তা দেবে মোবাইল অ্যাপ
নারীদের নিরাপত্তা দেবে মোবাইল অ্যাপ
কতটা সুরক্ষিত দেশের নারীরা? না ভেবে একেবারেই সব নারীরাই বলে দিতে পারেন, মোটেও সুরক্ষিত নই আমরা! প্রতি মুহূর্তে যেভাবে ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে তাই প্রমাণ করে দিচ্ছে বর্তমান সমাজে মোটেও সুরক্ষিত নন নারীরা। তাই এবার নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাজারে এলো নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘ট্র্যাক ইউ’। রাস্তায় বেরিয়ে কোনো মহিলা বিপদে পড়লেই যাতে নির্দিষ্ট জায়গায় সেই খবর পৌঁছে যায়, তার জন্য ‘গার্ডিয়ান’ নামে একটি মোবাইল অ্যাপ বাজারে এনেছিল মাইক্রোসফট ইন্ডিয়া। আর এবার কলকাতারই দুই বন্ধু মিলে তৈরি করেছে আরেক নতুন মোবাইল অ্যাপ, ‘ট্র্যাক ইউ’। এই অ্যাপ তৈরিতে কলকাতার বাসিন্দা, বর্তমানে বেঙ্গালুরুতে কর্মরত আবীরলাল বিশ্বাসকে সাহায্য করেছেন একই রাজ্যেরই এক ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক শঙ্খ মল্লিক। শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই মিলবে এই সুবিধা। যেকোনো অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ্লিকেশন স্টোরে গিয়ে টাইপ করলেই পাওয়া যাবে এই অ্যাপ। তারপর তা মোবাইলে ডাউনলোড করতে হবে।
কীভাবে কাজ করবে এই মোবাইল অ্যাপ ? কী করতে হবে ?
অ্যাপে ঢুকে গ্রাহককে ২টি ফোন নম্বর দিতে হবে।
কী সুবিধা পাবেন?
যাঁর ফোন, তিনি যদি কোনও সমস্যায় পড়েন তখন মোবাইলের ‘ট্র্যাক ইউ’ অ্যাপে গিয়ে ‘কন্টাক্টস’-এ ক্লিক করলেই মেসেজ চলে যাবে সেখানে দেওয়া ওই দুটি নম্বরে।
কী করতে হবে? বিপদে পড়লে অ্যপটি খুলে ‘ট্র্যাক ইওর লোকেশন’ অপশনে গিয়ে যেখানে রয়েছেন সেই জায়গার নাম টাইপ করতে হবে।
কী সুবিধা পাবেন? আপনার অবস্থান সঙ্গে সঙ্গে জেনে যাবে ওই দুই নম্বরের গ্রাহক।
এ ছাড়াও, নিরাপত্তার অভাব অনুভব করলে সন্দিহান ব্যক্তির ছবি তুলে ক্যাপচার ইমেজ অপশনে দিয়ে দিন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ছবি চলে যাবে ওই দুটি নম্বরের গ্রাহকের কাছে।