বুধবার ● ১৮ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » বেসিস সফ্টএক্সপো ২০১২-তে প্ল্যাটিনাম স্পন্সর জিপিআইটি
বেসিস সফ্টএক্সপো ২০১২-তে প্ল্যাটিনাম স্পন্সর জিপিআইটি
বেসিস সফ্টএক্সপো ২০১২-তে প্ল্যাটিনাম স্পন্সর জিপিআইটি।
আগামী ২২-২৬ ফেব্রয়ারি ২০১২ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমেম্মলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকাতে ‘বেসিস সফ্টএক্সপো ২০১২’ অনুষ্ঠিত হবে ।বেসিস সফ্টএক্সপো ২০১২ সাজানো হচ্ছে বৈচিত্রপূর্ণ নানান কর্মসূচি দিয়ে। রয়েছে নতুন নতুন বিষয়ের সংযোজন। বেসিস সফ্টএক্সপো ২০১২ এর পরিসর বিগত যেকোনো সফ্টএক্সপোর তুলনায় আকারে বড় এবং এতে দেড়শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সেইসাথে
CBI-ITC- এর সহায়তায় বাস্তবায়নাধীন এনটুএফ-২ এর আওতায় ইউরোপের তিনটি দেশ নেদারল্যান্ডস, ডেনমার্ক ও যুক্তরাজ্য থেকে ৩০টি আইটি কোম্পানীর প্রতিনিধিবৃন্দ অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য,জিপিআইটি ২০১০ সালের ২৮ জানুয়ারী যাত্রা শুরু করে নানা ধরনের তথ্যপ্রযুক্তি সেবা দিচ্ছে। ৪ শতাধিক দক্ষ আইটি প্রফেশনালের মাধ্যমে সারা দেশে থাকা ২০টি সাপোর্ট পয়েন্টের মাধ্যমে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি । সেবা গুলো- কমিউনিকেশন সল্যুশন এবং সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার সল্যুশন ও সার্ভিস, ফিনান্সিয়াল সল্যুশন ও সার্ভিস, বিজনেস সল্যুশন ও সার্ভিস এবং মোবাইল ও কনটেন্ট সল্যুশন।
যাত্রা শুরুর পর থেকে নানা ধরনের সেবার পাশাপাশি মানবসম্পদ উন্নয়নেও কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সঙ্গে যৌথভাবে ১ হাজার স্নাতক শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি এবং ২০০ জনকে অন্য বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করছে জিপিআইটি। এছাড়া ম্যানেজমেন্ট কন্সালট্যান্সি, ইনফরমেশন সিকিউরিটি, নেটওয়ার্কিং সল্যুশন, টেলিকম অ্যাপ্লিকেশন অপারেশন, কোর ব্যাংকিং সল্যুশনস, মোবাইল ব্যাংকিং সল্যুশন দিচ্ছে প্রতিষ্ঠানটি।