শনিবার ● ২২ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্মার্টের প্যাভিলিয়নে দর্শনার্থীদের অভূতপূর্ব সাড়া
স্মার্টের প্যাভিলিয়নে দর্শনার্থীদের অভূতপূর্ব সাড়া
রাজধানীর সামরিক জাদুঘর মাঠে চলছে ডিসকাউন্ট ফেয়ার ২০১৪। মেলায় বিশেষ গ্রামীন সাজে বিশেষভাবে সাজানো হয়েছে স্মার্ট টেকনোলজিস এর প্যাভিলিয়ন ‘স্মার্ট ডিজিটাল ভিলেজ’। প্রতীকী এই ভিলেজ এ অভূতপূর্ব সাড়া মিলেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ। মেলার প্রথম দুদিনে প্রতাশ্যার চেয়ে অনেক বেশি পন্য বিক্রি হ্ওয়ায় মেলা নিয়ে স্মার্ট এর পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। স্মার্ট এর পক্ষ থেকে জানানো হয়, মেলাতে কাস্টমারদের হাতে সাশ্রয়ী মূল্যে ল্যাপটপ তুলে দেয়ার জন্য ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা বাজেটের মধ্যে পর্যাপ্ত ল্যাপটপ এর সরবরাহ রাখা স্বত্তেও ক্রেতাদের অভূতপূর্ব চাহিদার কারনে মেলার প্রথম দুদিনেই তা শেষ হয়ে গেছে। তবে, এখনো মেলায় আমাদের প্যাভিলিয়নে প্রচুর ক্রেতাসমাগম রয়েছে। এই মুহুর্তে এইচপি, ডেল এবং তোশিবা ব্রান্ডের কোর আই থ্রি, কোর আই ফাইভ এবং কোর আই সেভেন সিরিজের ল্যাপটপগুলো বাজারমূল্যের চেয়ে অনেক হ্রাসকৃত মূল্যে বিক্রি করা হচ্ছে। তাছাড়াও স্মার্ট ব্রান্ডের ল্যাপটপ পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৪৯৯ টাকায় যার বাজারমূল্য ২২,০০০ টাকা। এদিকে, মেলার তৃতীয় দিনে স্মার্ট টেকনোলজিস এর উদ্যোগে আয়োজিত গিগাবাইট গেমিং কনটেস্ট এ উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শেষ দুইদিনের জন্য সবচেয়ে আকর্ষনীয় দেয়া হয়েছে স্যামসাং এটিভ ট্যাবলেট পিসিতে। প্রতিটি এটিভ ট্যাবলেট এর সাথে একটি স্যামসাং গ্যালাক্সী স্টার প্রো দেয়া হবে। প্রতিটি অফারই স্টক থাকা পর্যন্ত চলবে।
উল্লেখ্য, ক্রেতাদের সুবিধার জন্য স্মার্ট ডিজিটাল ভিলেজ এর অধীনে এইচপি, ডেল, তোশিবা, স্যামসাং, অ্যাভিরা, টুইনমস, টারগাস, ডিলাক্স এবং স্মার্ট ল্যাপটপ জন্য এর পৃথক স্টল রাখা হয়েছে।