বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » অ্যাপস কর্নার » ফেসবুকের নতুন অ্যাপ ‘ফেসবুক গ্রুপস’
ফেসবুকের নতুন অ্যাপ ‘ফেসবুক গ্রুপস’
ফেসবুক গ্রুপস নামে একটি নতুন অ্যাপ চালু করেছে ফেসবুক। এই অ্যাপটি ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন গ্রুপের সদস্যদের সাথে আরও সহজে বিভিন্ন বিষয় শেয়ার করার পাশাপাশি সবার সাথে চ্যাট করা যাবে আরও সহজে।
এক অ্যাপের মধ্যেই পাওয়া যাবে বিভিন্ন গ্রুপের নোটিফিকেশন, মেম্বারশিপ সংক্রান্ত তথ্য। এছাড়া এক গ্রুপ থেকে অন্য গ্রুপে যাওয়া কিংবা নতুন কোন গ্রুপ খোঁজার কাজও করা যাবে আরও সহজে।
এছাড়া সর্বাধিক ব্যবহৃত গ্রুপ থাকবে তালিকার একেবারে প্রথমে। ফলে প্রয়োজনের সময় কাঙ্ক্ষিত গ্রুপটি খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হবে না।
অ্যাপটিতে থাকছে Discover বাটন। এর মাধ্যমে ব্যবহারকারীর অবস্থান, আগ্রহ প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে গ্রুপ খোঁজা যাবে কিংবা পাওয়া যাবে বন্ধুরা যুক্ত আছে, এমন গ্রুপের সন্ধান।
ফেসবুক ক্রিয়েটিভ ল্যাবের তৈরি অ্যাপটি পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য।