মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » যখন সেলফি, তখনই প্রিন্ট
যখন সেলফি, তখনই প্রিন্ট
ফ্রান্সের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে সম্পূর্ণ ভিন্ন ধরণের একটি স্মার্টফোন কেসিং। এই কেসিং ফোনে সেলফি তোলার কিছু সময়ের মধ্যেই সেটি প্রিন্ট করে দিতে পারে।
সম্প্রতি বিল্ট-ইন প্রিন্টার যুক্ত কেসিংটি প্রদর্শন করে Prynt নামক এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাত্র ৫০ সেকেন্ড সময়ের মধ্যে কেসিংটি একটি ছবি প্রিন্ট করে দিতে সক্ষম। তবে খুব শীঘ্রই ৩০ সেকেন্ডে প্রিন্ট করা যাবে, এমন প্রযুক্তি যুক্ত করা হচ্ছে এতে। বর্তমানে এই কেসিং কাম প্রিন্টারে একটি মাত্র ছবি প্রিন্ট করার কাগজ রাখা গেলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে, শীঘ্রই আরও বেশি কাগজ রাখার ব্যবস্থা যুক্ত করা হবে।
এই কেসিংটি ব্লুটুথের সাহায্যে ফোনের সাথে সংযুক্ত থাকবে। আগামী বছরের শুরুতে এটি বাজারে আসতে পারে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯ ডলার।