রবিবার ● ১৬ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য রোবট নিয়ন্ত্রণ ও সফটওয়্যার নির্মান প্রশিক্ষণ
শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য রোবট নিয়ন্ত্রণ ও সফটওয়্যার নির্মান প্রশিক্ষণ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রিক্যাল এন্ড টেলিকমিউনিকেশন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দু’সপ্তাহব্যাপী রোবট নিয়ন্ত্রণ প্রশিক্ষণ গতকাল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শুরু হয়েছে। বিভিন্ন বিভাগ থেকে ১৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক এ প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জাপানী ভিজিটিং প্রফেসর মিঃ তাকাওশি সুজুকি ‘লাইন ট্রেসার রোবট এসেম্বলিং এবং রোবট নিয়ন্ত্রণে সফটওয়্যার তৈরীর কৌশল’ বিষয়ে এ প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করবেন। এ প্রশিক্ষণ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এবং প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদেও মাঝে প্রতিযোগিতার আয়োজন ও সনদ প্রদান করা হবে।
ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জাপানী ভিজিটিং প্রফেসর মিঃ তাকাওশি সুজুকি শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে কলমে ‘লাইন ট্রেসার রোবট এসেম্বলিং এবং রোবট নিয়ন্ত্রণে সফটওয়্যার তৈরীর কৌশল’ শিক্ষাচ্ছেন।