বুধবার ● ১২ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ২২ নভেম্বর স্টার্টআপ ঢাকার উদ্যোক্তা সম্মেলন
২২ নভেম্বর স্টার্টআপ ঢাকার উদ্যোক্তা সম্মেলন
২২ নভেম্বর রাজধানীর র্যাডিসন হোটেলে শুরু হতে যাচ্ছে উদ্যোক্তা সম্মেলন। নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে ‘ইনোভেশন এক্সট্রিম’ (আইএক্স) শীর্ষক এ সম্মেলনের মূল বিষয় ‘বাংলাদেশে উদ্ভাবন’।
এতে সফল উদ্যোক্তারা তাঁদের উদ্যোগ সম্পর্কে নানারকম তথ্য সবার সঙ্গে শেয়ারের পাশাপাশি নতুনদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেবেন।
এছাড়া সম্মেলনে সেরা প্রযুক্তিনির্ভর উদ্যোগসহ নির্বাচিত ১০টি প্রাথমিক (স্টার্টআপ) উদ্যোগের সফলতা তুলে ধরা হবে।
সম্মেলনের আয়োজক স্টার্টআপ ঢাকার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুস্তাফিজুর খান জানান, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ইন্টারনেটের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উদ্যোগ নেয়ার সময় এসেছে। পৃষ্ঠপোষকতা ও বিনিয়োগের ব্যবস্থা করতে পারলে এ দেশের মেধাবী তরুণরাও একদিন সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।
ইনোভেশন এক্সট্রিম সম্মেলনে বক্তা হিসেবে থাকবেন অ্যালেওয়াচের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা চৌধুরী, প্যাচ অব ল্যান্ডের ফিন্যান্সিয়াল অপারেশনস বিভাগের প্রধান ডিন ম্যাথিউ, সোলারিকের প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক দিদার ইসলাম, বাংলাদেশী বংশোদ্ভুত মার্কিন এন্টারপ্রেনর ও জনপ্রিয় ই-মার্কেটপ্লেস সেলবাজার নির্মাতা কামাল এস. কাদির, অনলাইন জুয়েলারি মার্কেটপ্লেস জেম রকের সহপ্রতিষ্ঠাতা অ্যালেন গার্সিয়া এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাকশান্দ প্রমুখ।
উল্লেখ্য, পুরো আয়োজনে স্টার্টআপ ঢাকার সঙ্গে টাইটেল স্পন্সর হিসেবে আছে গ্রামীণফোন।