বুধবার ● ১২ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ‘উইটসা’ নিয়ে ঢাকায় সাংবাদিক সম্মেলন
‘উইটসা’ নিয়ে ঢাকায় সাংবাদিক সম্মেলন
আগামীকাল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর সম্মেলন কক্ষে বাংলাদেশের ‘উইটসা’ অ্যাওয়ার্ড প্রাপ্তি নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি।
এ উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এবং বাংলাদেশের মানুষের জীবন-মানের উন্নয়নে প্রথমবারের মতো তিন বিভাগে উইটসা সম্মাননা পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ অপর দুটি বেসরকারি প্রতিষ্ঠান অর্জন করেছে WITSA Global ICT Excellence Award 2014।
এ ব্যাপারে সমিতির সভাপতি এ.এইচ.এম. মাহফুজুল আরিফ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের আইসিটি সংগঠনগুলোর আন্তর্জাতিক জোট উইটসা’র পক্ষ থেকে এই অনন্য সম্মাননা নি:সন্দেহে বাংলাদেশের আইসিটি খাতকে আরও উজ্জীবিত করবে। সূচনা করবে গৌরবজনক অধ্যায়। উইটসার সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ কম্পিউটার সমিতি এই সম্মাননাকে দেশের প্রত্যেক প্রযুক্তিপ্রেমী মানুষের কাংক্ষিত স্বপ্নের বহি:প্রকাশ বলেই মনে করে।
তিনি আরও জানান, এই অর্জনের শুভ-বার্তা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই আমরা। সেই লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কনফারেন্স সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি উপস্থিত থাকবেন।