রবিবার ● ৯ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » আউটসোর্সিং কর্মশালার আয়োজন করছে জবসবিডি.কম
আউটসোর্সিং কর্মশালার আয়োজন করছে জবসবিডি.কম
ইন্টারনেট ব্যবহার করে আয় রোজগারের উপায় নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে জবপোর্টাল জবসবিডি.কম। কাজ পাওয়ার নিশ্চিত পদ্ধতি, কি ধরনের কাজ পাওয়া সম্ভব সহ আউটসোর্সিং এর নানা বিষয় শেখানো হবে কর্মশালায়।
এছাড়া ঘরে বসে দৈনিক ৪ থেকে ৫ ঘন্টা কাজ করে একজন আউটসোর্সার তার দক্ষতা আর অভিজ্ঞতা অনুযায়ী প্রতি মাসে আয় করতে পারে তা নিয়ে আলোচনা করা হবে। কর্মশালায় মূল বক্তা হিসেবে থাকবেন দেশের আউটসোর্সিং খাতের জনপ্রিয় ব্যাক্তিত্ব আইসিটি কনসালটেন্ট গোলাম কিবরিয়া। গুগল অ্যাডসেন্স, ওডেস্ক, লেজিটিমেট, স্ক্যাম ফ্রি অনলাইন মানি আর্নিং সিস্টেম, ডেটা এ্যান্ট্রি, আর্টিক্যাল রাইটিং, বিডিং, ব্যাংক অ্যান্ড ওয়্যার ট্রান্সফারসহ আরও অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে কর্মশালায়।
কম্পিউটার মৌলিক ধারনা সম্পন্ন যেকেউ কর্মশালায় অংশ নিতে পারবে। অংশগ্রহণে ইচ্ছুকরা ১৫০০টাকা দিয়ে নিবন্ধনের সুযোগ পাচ্ছে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। আগামি ১৪ ও ১৫ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মিলনায়তনে অনুষ্ঠিত হবে উক্ত কর্মশালা। বিস্তারিত তথ্য জানতে ভিজিট করা যাবে এই ঠিকানায়