রবিবার ● ৯ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » পুলিশের জন্য আসছে প্রযুক্তিপণ্য
পুলিশের জন্য আসছে প্রযুক্তিপণ্য
প্রায়ই সময় দেখা যায় থানা থেকে পুলিশের টহল টিম কোনো নির্দিষ্ট এলাকায় নিরাপত্তার জন্য বের হয়ে অপেশাদার কাজে লিপ্ত হচ্ছে। এছাড়া ডিউটিরত অবস্থায় কাজ ফাঁকি দিয়ে পুলিশ সদস্যরা কোথায় গল্পগুজব করছেন। এধরনের কর্মকান্ড মনিটর করতে কর্মপরিবেশে পুলিশ সদস্যদের অবস্থান নিশ্চিত করে জানতে ঢাকা মহানগর পুলিশ যুক্ত করেছে ‘টিম ট্র্যাকার’ নামের টেকনিক্যাল ডিভাইস। দৈনিক সমকাল সূত্রে এ খবর জানা গেছে।
পত্রিকাটি বলছে, ডিভাইসটির মাধ্যমে নেটওয়ার্ক প্রযুক্তিতে কোনো পুলিশ সদস্যের সুনির্দিষ্ট অবস্থান সহজেই জানা যাবে। এতে কোনো ঘটনার পর দ্রুত কাছাকাছি থাকা পুলিশের টিমকে ঘটনাস্থলে পাঠানোও সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া পুলিশে নতুন করে যুক্ত হয়েছে ‘সিটি সার্ভিলেন্স ও ভেহিকল ট্র্যাকিং সিস্টেম’। এ ডিভাইসগুলোর মাধ্যমে সন্দেহভাজন যানবাহনের ছবি তুলে সংরক্ষণ করা যাবে। অপরাধ করে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাওয়া বন্ধ করতে এটি কার্যকর হবে বলে দাবি পুলিশের। এদিকে, এক মাসের মধ্যে ডিএমপিতে যুক্ত হচ্ছে ‘বডি ওর্ন ক্যামেরা’। এ প্রযুক্তির মাধ্যমে রাস্তায় কোনো পুলিশ সদস্য যেকোনো ঘটনা ভিডিও করে রাখতে পারবেন। এতে করে কারও পক্ষে পরে গিয়ে প্রকৃত ঘটনা আড়ালের সুযোগ থাকবে না।
সমকালের তথ্য অনুযায়ী, রাজধানীর চারটি মূল প্রবেশপথসহ ১৪টি স্থানে সিটি সার্ভিলেন্স সিস্টেমের মাধ্যমে যানবাহন মনিটর করা হচ্ছে। এরই মধ্যে এসব জায়গায় ১০২টি গোপন ক্যামেরা বসানো আছে। পুলিশ কোনো যানবাহনকে কালো তালিকাভুক্ত করলে তা ওই ক্যামেরার মাধ্যমে খুঁজে বের করা সম্ভব। গোপন ক্যামেরার সামনে ওই যানবাহন পড়লে তার নম্বর প্লেট ও অবস্থান সম্পর্কে জানা যায়। ক্যামেরা কালো তালিকাভুক্ত ও যানবাহনের ছবি তুলে সংশ্লিষ্ট জায়গায় স্বয়ংক্রীয়ভাবে নিজেই পাঠাবে। ছবি তোলা যাবে সংশ্লিষ্ট গাড়িচালকেরও। এর পর দ্রুত ওই যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, অনেক সময় রাস্তায় কোনো দুর্ঘটনা হলে সেখানকার প্রকৃত চিত্র নিয়ে পরে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়। বিশেষ করে অনেক পথচারী ও গাড়িচালকের অভিযোগ, ট্রাফিক সিগন্যালে সার্জেন্টরা চরম দুর্ব্যবহার করেন। তবে অধিকাংশ সময়ই পথচারীদের এমন অভিযোগ অস্বীকার করেন সার্জেন্টরা। তাই রাস্তার প্রকৃত চিত্র জানতে বডি ওর্ন ক্যামেরা সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের শার্টের সঙ্গে ছোট্ট ক্যামেরা বসানো থাকবে। ওই ক্যামেরার মাধ্যমে ঘটনার ভিডিও চিত্র ধারণ করা হবে। প্রথমে ট্রাফিক সার্জেন্টদের এসব ক্যামেরা সরবরাহ করা হবে। পরে পুলিশের অন্যান্য ইউনিট সদস্যদের বডি ওর্ন ক্যামেরা সংযোজনের কথা পরিকল্পনায় রাখা হয়েছে।দৈনিক সমকালের সৌজন্যে