শুক্রবার ● ৭ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » সেলফি তুলতে ড্রোন ‘নিক্সি’ !
সেলফি তুলতে ড্রোন ‘নিক্সি’ !
সেলফি আসক্তদের জন্য ভালো খবরই বটে! ইনটেলের ‘মেইক ইট ওয়্যারএবল’ কনটেস্টে অংশ হিসেবে অভিনব এক ‘সেলফি ড্রোন’ বানিয়েছেন একদল ডেভেলপার। স্মার্টওয়াচের মতো কব্জিতে পরিধানযোগ্য এই বিশেষ ড্রোনের নাম ‘নিক্সি’। হাত থেকে খুলে দিয়ে কমান্ড করলেই কোয়াডকপ্টারে পরিণত হয়ে আকাশে উড়বে নিক্সি, দূর থেকে সেলফি তুলে দেবে।
উড়ন্ত অবস্থায় নিক্সি নিজের পথ খুঁজে নেয় মোশন-প্রেডিকশন অ্যালগরিদম আর একাধিক সেন্সর দিয়ে। হাই ডেফিনিশন ছবি ও ভিডিও ধারণ করতে সক্ষম সেলফি ড্রোন দিয়ে তোলা যাবে ৩৬০ ডিগ্রি প্যানারোমা ছবিও। আছে ফলো মোড আর থার্ড-পারসন ভিউতেও ছবি তোলার সুবিধা। ৪৫ গ্রাম ওজনের এই ক্যামেরাটি স্মার্টফোন দিয়েও নিয়ন্ত্রণ করা যায়।