বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » দাম্পত্য সুখ নষ্ট করছে স্মার্টফোন!
দাম্পত্য সুখ নষ্ট করছে স্মার্টফোন!
গভীর রাতে পুরোদমে মোবাইলের ব্যবহার দাম্পত্য জীবনের সুসম্পর্ক নষ্ট করে। আর এ থেকেই বিচ্ছেদ, প্রতারণা ইত্যাদি উঠে আসে। এর কারণে দৈহিক সম্পর্কেও প্রভাব পড়ে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক ২৪ হাজার বিবাহিত নারী-পুরুষের ওপর গবেষণা করে এ তথ্য দিয়েছেন। দাম্পত্য সুখের সঙ্গে সোশাল মিডিয়ার বিষয়টি সরাসরি জড়িত বলে ওই গবেষণায় বলা হয়।
গবেষণায় আরো বলা হয়, মানুষ সোশাল মিডিয়ায় অন্যদের যত ছবি দেখেন বা তাদের পোস্ট দেখেন, নিজের বিষয়ে তাদের তত বেশি হতাশা বাড়ে।
পৃথক এক গবেষণায় ইউনিভার্সিটি অব মিসৌরির এক দল গবেষক কয়েক শত ফেসবুক ব্যবহারকারীর মতামত নিয়েছেন যাদের বয়স ১৮-৮২ বছরের মধ্যে। তা ছাড়া মানুষের সোশাল মিডিয়ায় অংশগ্রহণ বেড়েছে স্মার্টফোনের কারণে।
সূত্র : হিন্দুস্তান টাইমস