বুধবার ● ৫ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেলফি তুলে আলট্রাসনোগ্রাফি করুন !
সেলফি তুলে আলট্রাসনোগ্রাফি করুন !
প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার যেমন আমাদের মুগ্ধ করছে তেমনি আমাদের জীবন যাত্রাকে করে তুলেছে অনেক সহজ। একবার ভাবুনতো আপনার স্মার্টফোনের মতো একটা ডিভাইস আপনার শরীরের ভেতরের অর্গানের থ্রিডি ভার্চুয়াল ছবি তুলছে। কি অবাক হলেন? না আর অবাক হতে হবে না। কারণ প্রযুক্তির কল্যাণে এখন আর আপনাকে আলট্রাসনোগ্রাফি করার জন্য কোন ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে না বরং বাসায় বসেই শরীরের ভেতরের অর্গানের থ্রিডি ভার্চুয়াল ছবি তুলতে পারবেন অনেকটা সেলফি তোলার মতোই।
নতুন এই প্রযুক্তিটির রয়েছে অনেক হাই-রেজুলেশন ক্ষমতা যা আলট্রাসনোগ্রাফি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনাকে শুধু এই ডিভাইসটি আপনার শরীরের নির্ধারিত স্থানে ধরে ছবি তুলতে হবে সেলফি তোলার মতোই। আলট্রাসনোগ্রাফি করার মেশিন সাধারণত আকারে অনেক বড় হয় যা হয়তো অনেক সময় বহন করা সম্ভব হয় না। কিন্তু নতুন এই প্রযুক্তির আকার ঠিক আপনার স্মার্টফোনের মতোই। ফলে খুব সহজেই আপনি এটি বহন করতে পারবেন।
জনাথন রোথবার্গ নামে এক প্রযুক্তিবিদ এই প্রযুক্তির কল্যাণের স্বার্থে কাজ করে চলেছেন। তার প্রতিষ্ঠানটি বাটারফ্লাই নেটওয়ার্ক নামে পরিচিত। এই প্রযুক্তি নির্মাণে প্রয়োজনীয় অর্থ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রদান করছে।
গবেষকেরা ইতোমধ্যে পরীক্ষামূলক ভাবে অনেক পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন এই যন্ত্র দিয়ে। তবে এটি এখনো সম্পূর্ণরূপে তৈরি হয়নি। এর সাহায্যে যেন ক্যান্সার সেল ধ্বংস করা সম্ভব হয় সে ব্যাপারে বিজ্ঞানীরা কাজ কছেন। বিজ্ঞানীরা আশা করছেন, আগামী কয়েক বছরের মধ্যেই এটি বাজারজাত করা হবে তবে। তবে এর মূল্য কত হবে তা এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি।