বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ডিসেম্বরে টানা ছয় দিন অন্ধকারে ডুবে থাকবেনা পৃথিবী!
ডিসেম্বরে টানা ছয় দিন অন্ধকারে ডুবে থাকবেনা পৃথিবী!
ডিসেম্বর মাসে নাকি টানা ছয় দিনের জন্য অন্ধকারে ডুবে যাবে পৃথিবী! মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রশাসক চার্লস বোল্ডেনের বরাত দিয়ে এমন খবর ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগের সাইটে বারবার শেয়ার দিচ্ছেন অনেকে।২০১২ সালের ডিসেম্বরের ২১ তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার একটি গুজব বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় হয়েছিল।
এবারও এমন এক ঘটনাই ঘটেছে। একটি স্যাটায়ার সাইটের স্যাটায়ার প্রতিবেদনকে বিশ্বাস করে বানোয়াট এ খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার তো হচ্ছেই, স্যাটায়ার সাইটের প্রতিবেদনের সত্যতা যাচাই না করেই চোখ বুঁজে বিশ্বাস করে নিচ্ছেন ব্যবহারকারীদের অনেকেই।
জিএমএ নিউজ অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, হাজলার ডটকমের প্রতিবেদনের স্বপক্ষে প্রমাণ হিসেবে অনেকেই শেয়ার করছেন বোল্ডেনের একটি ইউটিউব ভিডিও। কিন্তু ওই ভিডিওতে এ ধরনের কিছু বলেননি বোল্ডেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানবসভ্যতার প্রস্তুতি নিয়েই আলোচনা করলেও, পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে বা এ ধরনের কোনো কিছুই বলেননি বোল্ডেন। এমন কিছু হওয়ার আশংকার কথা কোনো বিবৃতিতেও বলেনি নাসা। তবে প্রতিবেদনের সত্যতা যাচাই না করে হাজলার ডটকমের ভুয়া খবরই বিশ্বাস করছেন অনেকে। নাসার বরাত দিয়ে বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১১ সালে এফএকিউ ডিবাংকিং এ আঁধারে ঢাকা দিন নামের একটি আর্টিকেল নিয়েও গুঞ্জন এবং মাতামাতি হয়েছিল।