বুধবার ● ২৯ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » দেশের বাজারে আইফোন আনছে কম্পিউটার সোর্স
দেশের বাজারে আইফোন আনছে কম্পিউটার সোর্স
আইফোন ফাইভএস বিক্রির মাধ্যমে দেশের স্মার্টফোন বাজারে নামছে কম্পিউটার সোর্স লিমিটেড। চলতি সপ্তাহে দেশের বাজারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের জনপ্রিয় এই স্মার্টফোন বিক্রি শুরু করবে প্রযুক্তি পণ্য আমদানি ও সরবরাহকারক প্রতিষ্ঠানটি।
কম্পিউটার সোর্স জানিয়েছে, ধানমন্ডির ২৭ নম্বরে কম্পিউটার সোর্সের ‘অ্যাপল শপ’ নামের ব্র্যান্ড শপ থেকে আইফোন বিক্রি করা হবে। সেখান থেকে গ্রাহকরা কেনার পাশাপাশি স্মার্টফোনটি পরখ করে দেখতে বিশেষ ব্যবস্থা ‘টাচ অ্যান্ড ফিল’-এর অভিজ্ঞতা নিতে পারবে।
এ বিষয়ে কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ জানান, আইফোন বিক্রি ছাড়াও বাংলাদেশে অনুমোদিত সকল আইফোনের এক বছরের বিক্রয়োত্তর সেবা প্রদান করবে কম্পিউটার সোর্স।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির অ্যাপল অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে অ্যাপল সার্টিফায়েড প্রকৌশলীরা এ সেবা দেবেন। তবে এজন্য অতিরিক্ত কোনো চার্জ গ্রহণ করা হবে না। তবে অ্যাপল অনুমোদিত সেলস্ সেন্টার থেকে আইফোন কিনলেই কেবল বিক্রয়োত্তর সেবা পাবেন দেশের ব্যবহারকারীরা।