বুধবার ● ২৯ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিনোদন » মিউজিক সার্ভিস চালুর পরিকল্পনা করছে ইউটিউব
মিউজিক সার্ভিস চালুর পরিকল্পনা করছে ইউটিউব
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্পটিফাইকে টেক্কা দিতে মিউজিক সার্ভিস চালুর পরিকল্পনা করছে ইউটিউব। খুব শীঘ্রই এটি চালু করা হতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।
রি/কোডের কোড কনফারেন্সে ইউটিউব প্রধান নির্বাহী এই ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, “আমি মনে করি, আমাদের অনেক সুযোগ রয়েছে। আর আমাদের সঙ্গীতের সংগ্রহও অসাধারন আমি আশাবাদী যে আপনারা শীঘ্রই এটি দেখতে পাবেন।”
গত বছর থেকেই ইউটিউবের মিউজিক সার্ভিস চালু করার ব্যাপারে বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়েছিল। তবে এখন পর্যন্ত সেটি চালু করা হয়নি। যদিও খোদ প্রধান নির্বাহী আশাবাদ ব্যক্ত করার পর এবার অনেকেই আশাবাদী হচ্ছেন সার্ভিসটির ব্যাপারে।