সোমবার ● ২৭ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ম্যালেরিয়া ঠেকাতে ড্রোন
ম্যালেরিয়া ঠেকাতে ড্রোন
সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সচরাচর ড্রোনের ব্যবহার দেখা গেলেও এবার তা ব্যবহৃত হচ্ছে ম্যালেরিয়া ঠেকাতে। মালয়েশিয়ায় বোর্নিও দ্বীপের প্রত্যন্ত অঞ্চলে ম্যালেরিয়া রুখতে ড্রোন ব্যবহার করছেন বিশেষজ্ঞরা। বার্তাসংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন ব্যবহার করে বিশেষ ধরনের ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়াম নোলেসিসের উপস্থিতি আছে এমন অঞ্চলগুলো চিহ্নিত করছেন গবেষকরা। সাধারণত ম্যাকাকি শ্রেণীর বানরের শরীরে সংক্রমণ ঘটায় এ পরজীবীগুলো। এরপর মশার মাধ্যমে তা ছড়ায় মানুষের শরীরে। সাম্প্রতিক বছরগুলোতে বোর্নিও দ্বীপে ম্যালেরিয়ায় মৃতের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। এ প্রকল্পে কাজ করছেন লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সংক্রমণ ও নিরাপত্তা বিষয়ের অধ্যাপক ক্রিস ড্র্যাকিলি ও তার সহকর্মীরা। সংক্রমিত এলাকার ডিজিটাল মানচিত্র বানাতে এবং জরিপ চালাতে ১৬ মেগাপিক্সেলের ডিজিটাল ক্যামেরাবাহী ড্রোন ব্যবহার করছেন তারা। একটানা ৫০ মিনিট উড়তে পারে ওই ড্রোন।