রবিবার ● ২৬ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » শুরুতেই বিপত্তিতে অ্যাপলের পেমেন্ট সেবা ‘অ্যাপল পে’
শুরুতেই বিপত্তিতে অ্যাপলের পেমেন্ট সেবা ‘অ্যাপল পে’
যাত্রার শুরুতেই বিপত্তিতে পড়লো অ্যাপলের পেমেন্ট সেবা অ্যাপল পে। অ্যাপল পে ব্যবহারকারীরা অভিযোগ করে বলছেন, কেনাকাটার পর বিল পরিশোধের সময় তাঁদের অ্যাকাউন্ট থেকে দুইবার টাকা কেটে নেওয়া হচ্ছে।
তবে কিছু নির্দিষ্ট ব্যাংকের গ্রাহকদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে। এর মধ্যে অন্যতম হল ব্যাংক অফ আমেরিকা। তবে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দিক থেকে কোন সমস্যা নেই। অ্যাপল পে’তে জটিলতার কারনেই এমনটি হচ্ছে।
অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, দুইবার টাকা কেটে নেওয়া হয়েছে, এমন গ্রাহকদের অ্যাকাউন্টে অতিরিক্তি টাকা ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।