রবিবার ● ২৬ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সবাই এক র্যালি নিয়ে এয়ারটেলের মার্কেট স্টর্মিং
সবাই এক র্যালি নিয়ে এয়ারটেলের মার্কেট স্টর্মিং
মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সারা বাংলাদেশে তাদের ‘সবাই এক’ মোবাইল ট্যারিফ প্ল্যান এর প্রচারণার অংশ হিসেবে নজরকাড়া এবং গ্রাহকবান্ধব মার্কেট স্টর্মিং সেশন কার্যক্রম হাতে নিয়েছে। যুগান্তকারী ‘সবাই এক’ মোবাইল ট্যারিফ প্ল্যান এর স্বচ্ছতা, সহজতা, এবং কোনো বিধিনিষেধহীন ফিচার এবং এর ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য এয়ারটেল এই কার্যক্রম গ্রহণ করেছে।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং চীফ এক্সিকিউটিভ অফিসার পিডি শর্মা এবং এয়ারটেলের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ‘সবাই এক’ মোবাইল ট্যারিফ প্ল্যান এর জন্য সারাদেশে অনুষ্ঠিত এই র্যালিসমূহে অংশগ্রহণ করেন। এয়ারটেল মার্কেট স্টর্মিং নানারকম দৃষ্টিনন্দন অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে ছিল বর্নীল হাতি, ঘোড়াগাড়ির র্যালিসহ বাউল মেলা। বেশিরভাগ এক্টিভেশন কার্যক্রম কলেজ, ইউনিভার্সিটি এবং বাজারের মত ব্যস্ত স্থানসমূহে অনুষ্ঠিত হয়।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং চীফ এক্সিকিউটিভ অফিসার পিডি শর্মা বলেন, “গ্রাহকদের ট্রান্সপারেন্সি দেওয়ার দাবির ক্ষেত্রে ‘সবাই এক’ প্রথম পদক্ষেপ। আমাদের গ্রাহকরা বাংলাদেশের সকল অপারেটরে ১ পয়সা/ সেকেন্ড ফ্ল্যাটরেটে দিনরাত কোনো বিধিনিষেধ ছাড়াই সহজ এবং ট্রান্সপারেন্ট ট্যারিফ উপভোগ করতে পারবেন। আমাদের যুগান্তকারী এই অফারের ব্যাপারে আমরা সারাদেশ ব্যাপী প্রচারণা চালিয়ে যাব এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট সৃষ্টি করবো।”
এয়ারটেলের সবাই এক ২০১৪ সালের ২৪শে অক্টোবর উদ্বোধন করা হয়। নতুন এই ট্যারিফ সকল নতুন গ্রাহককে ৯০ দিনের জন্য ১ পয়সা/ সেকেন্ড ফ্ল্যাটরেট উপভোগের সুযোগ দেবে। বর্তমান গ্রাহকরা ২৪ টাকা রিচার্জের মাধ্যমে এই ১ পয়সা/ সেকেন্ড ফ্ল্যাটরেট ব্যবহার করতে পারবেন। এই রেট সকল লোকাল অপারেটরদের জন্য দিনরাত ২৪ ঘণ্টা প্রযোজ্য হবে।