বুধবার ● ২২ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » শুরু হলো ফায়ারফক্স অ্যাপ চ্যালেঞ্জ
শুরু হলো ফায়ারফক্স অ্যাপ চ্যালেঞ্জ
বাংলাদেশে প্রথমবারের মতো অ্যাপ্লিকেশন নির্মাতাদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করলো ফায়ারফক্স। গ্রামীণফোন, এমসিসি লিমিটেড এবং ফায়ারফক্সের যৌথ আয়োজনে ঢাকায় আজ বুধবার ‘ফায়ারফক্স অ্যাপ চ্যালেঞ্জ’ অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার প্রাইজ মানি থাকছে সর্বমোট ২৭ হাজার ৫০০ ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা। এছাড়া সেরা অ্যাপ ডেভেলপারের জন্য রয়েছে সানফ্রান্সিসকোতে মোজিলার সদর দপ্তর বেড়িয়ে আসার সুযোগ।
জনপ্রিয় ব্রাউজার মোজিলা ফায়ারফক্স, টেলিকম অপারেটর গ্রামীণফোন এবং অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি লিমিটেড যৌথভাবে অ্যাপ ডেভেলমেন্টের এ প্রতিযোগিতার আয়োজক।
আয়োজকরা জানান, ২২ অক্টোবর থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতানুষ্ঠান চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এরমধ্যে ডেভেলপারদের অ্যাপ্লিকেশন জমা দেয়ার শেষ সময় ৪ ডিসেম্বর। এই সময়ের মধ্যে www.firefoxappchallenge.com ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করে সাথে সাথে প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। অংশগ্রহণকারীরা রেজিস্ট্রেশন করে সাথে সাথে প্রজেক্ট সাবমিট করতে পারবেন। এরপর ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ক্লোজিং স্রিমনির গালা ইভেন্ট।
সার্ভেসেস ( সোশ্যাল,পাবলিক,গভর্নমেন্ট), এন্টারটেইনমেন্ট, গেমস, নিউজ অ্যান্ড মিডিয়া, এবং টুলস অ্যান্ড ইউটিলিটি নামে মোট পাঁচটি ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন জমা দেয়া যাবে। অ্যাপ্লিকেশন জমা দিতে হবে মজিলা মার্কেট প্লেসে।
প্রতিযোগিতায় পাঁচ ক্যাটাগরিতে বিজয়ী প্রথম পাঁচ জনের প্রত্যেকে পাবেন ৩ হাজার ডলার পুরস্কার। দ্বিতীয় স্থানে থাকা পাঁচ জনের প্রত্যেকে পাবেন দেড় হাজার ডলার করে। এছাড়া ইনোভেশন পুরস্কারে পাঁচ জনের সবাই পাবেন এক হাজার ডলার। অংশগ্রহণকারীদের ১০০ জনকে মজিলা ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের উপর প্রশিক্ষণ দেয়া হবে। অ্যাপ ডে সেশনে পাবেন মজিলা এক্সপার্টদের পরামর্শও। সেরা ডেভেলপার পাবেন মজিলা সদর দপ্তর বেড়ানোর সুযোগ।
বুধবার দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ অ্যাপ ডেভেলমেন্ট প্রতিযোগিতার ঘোষণা দেয়। সম্মেলনে উপস্থিত ছিলেন এমসিসি লিমিটেডের ডেপুটি ডিরেক্টর মোস্তফা জাকি হায়দার, গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন সৈয়দ তালত কামাল।