বুধবার ● ২২ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » এইচপি’র নতুন মাল্টিফাংশনাল প্রিন্টার বাজারে
এইচপি’র নতুন মাল্টিফাংশনাল প্রিন্টার বাজারে
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে এইচপি লেজারজেট প্রো এম১৫৩৬ডিএনএফ মডেলের মাল্টিফাংশনাল প্রিন্টার। সাশ্রয়ী খরচে প্রিন্টিং সুবিধা সম্পন্ন এই মাল্টিফাংশনাল প্রিন্টারে রয়েছে ২৬ পিপিএম প্রিন্টিং স্পীড, ৬০০*৬০০ ডিপিআই প্রিন্ট রেজ্যুলুশন, ১২০০*১২০০ স্ক্যান ও কপি রেজ্যুলুশন, ২০৩*১৯৬ ফ্যাক্স রেজ্যুলুশন, হাই স্পীড ইউএসবি ২.০ পোর্ট, ইথারনেট নেটওয়ার্ক পোর্ট। তাছাড়াও প্রিন্টারটির ডিউটি সাইকেল মাসিক ৮,০০০ পেজ পর্যন্ত। উল্লেখ্য এই মেশিনে ডুপ্লেক্স ও নেটওয়ার্ক প্রিন্ট, কপি, স্ক্যান এবং ফ্যাক্স করা যায়। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৩৮,০০০ টাকা। বিস্তারিত: ০১৭৩০৩১৭৭০৯।