সোমবার ● ২০ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » পাসওয়ার্ড চুরি হলে জানিয়ে দেবে ফেসবুক
পাসওয়ার্ড চুরি হলে জানিয়ে দেবে ফেসবুক
সম্প্রতি ড্রপবক্স বা অনুরূপ নানা অনলাইন সার্ভিসের পাসওয়ার্ড হ্যাকিং বা চুরি হওয়ার ঘটনা ঘটছে। তবে বিশ্বের শীর্ষস্থানীয় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক বিশ্বাস করে আপনার পাসওয়ার্ড চুরি নিয়ে চিন্তার কিছু নেই। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
পাসওয়ার্ড চুরি হলে ফেসবুক তা দ্রুত জানতে পারবে এবং সে অনুযায়ী ব্যবহারকারীদের সতর্ক করে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে ফেসবুক।
নেটওয়ার্ক নিরাপত্তা প্রকৌশলী ক্রিস লং বলেন, ফেসবুক বিভিন্ন ওয়েবসাইটে খবর রাখছে, যেখানে হ্যাকাররা পাসওয়ার্ড প্রকাশ করে কিংবা বিক্রি করে। অধিকাংশ মানুষ বিভিন্ন ওয়েবসাইটে একই ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে। ফেসবুক এ বিষয়টি লক্ষ্য রাখছে।
যদি কোনো পাসওয়ার্ড হ্যাকিংয়ের ঘটনা জানা যায়, তাহলে ফেসবুক সেই পাসওয়ার্ডটি ডিসঅ্যাবল করে দিয়ে ব্যবহারকারীকে সে তথ্য জানাবে। এতে ব্যবহারকারী নতুন পাসওয়ার্ড তৈরি করে অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগও পাবে।
গত বছর অ্যাডোব পাসওয়ার্ড হ্যাকিংয়ের ঘটনার পর থেকেই ফেসবুক এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর এখন এ বিষয়ে ব্যবহারকারীদের কিছু করতে হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।