সোমবার ● ২০ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » ইবোলা থেকে রক্ষা করবে রোবট !!
ইবোলা থেকে রক্ষা করবে রোবট !!
বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে আফ্রিকার দেশসমূহে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে ইবোলা ভাইরাস। আর এমন পরিস্থিতিতে এক অভিনব উদ্যোগ নিলো তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। ইবোলা ভাইরাস প্রতিরোধ করতে এখন রোবটের শরণাপন্ন হওয়ার কথা ভাবছেন তাঁরা।
আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য এক কর্মশালায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। সেখানে আলোচনা করা হবে মূলত কিভাবে এই রোবট ব্যবহারের মাধ্যমে ইবোলা ছড়িয়ে পড়া বন্ধ এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় কিভাবে, সেসকল বিষয়ে।
এছাড়া ইবোলা আক্রান্তদের সাহায্য করতে গিয়েও অনেকে এর শিকার হচ্ছেন। আর তাই চিন্তা করা হচ্ছে আক্রান্তদের সহায়তায় মানুষের পরিবর্তে রোবট ব্যবহার নিয়েও।
যেহেতু খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে ইবোলা ভাইরাস, আর তাই বিজ্ঞানীদেরও এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে খুব দ্রুত। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই কাজ শুরু করবে ইবোলা প্রতিরোধী রোবট।