সোমবার ● ২০ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ঘরে বসে অনলাইনেই জমা দেয়া যাবে আয়কর রিটার্ন
ঘরে বসে অনলাইনেই জমা দেয়া যাবে আয়কর রিটার্ন
দেশব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়ার কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল রোববার এ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
এ প্রকল্প বাস্তবায়িত হলে ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে। তবে করদাতাকে অবশ্যই দেশের যে কোনো কর অঞ্চলের আওতায় বসবাসরত হতে হবে। ফলে কষ্ট করে কর অফিসে আর যেতে হবে না। রিটার্ন জমা দেয়ার পাশাপাশি করদাতারা অনলাইনে আয়করও পরিশোধ করতে পারবেন।
মূলত আয়কর প্রদানে হয়রানি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় দেশের কর কার্যালয়গুলোকে ডিজিটালাইজড করা হবে।
এনবিআরের ‘সুশাসন ব্যবস্থাপনা শক্তিশালীকরণ’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ৫১ কোটি টাকা অর্থায়ন করছে। এ প্রকল্পের আওতায় কর বিভাগকে পুরোপুরিভাবে আধুনিকায়নও করা হবে।
আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন। তিনি জানান, পুরো কর বিভাগকে আধুনিক প্রযুক্তিতে অটোমেশন করতে কমপক্ষে দুই বছর সময় লাগবে। ফলে আগামী ২০১৬ সালের জানুয়ারিতে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আগে কর বিভাগে অনলাইনে রিটার্ন জমা দেয়া শুরু হয় গত ২০০৯ সালে। তখন পরীক্ষামূলকভাবে রাজধানীর শুধুমাত্র একটি কর অঞ্চলকে বেছে নেয়া হয়েছিল। তবে কোন কারণে তা সফল হয়নি।
নতুন প্রকল্প চালু হলে যে কোনো ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ ছাড়াও ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমেও কর পরিশোধ করা যাবে।
উল্লেখ্য, বর্তমানে সারাদেশে ৬০০টি কর অফিস আছে। আর এসকল অফিসে রিটার্ন জমা হয় বছরে ১২ লাখ। আয়কর আদায়ের পরিমাণ ৪৪ হাজার কোটি টাকা।