সোমবার ● ২০ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি জার্নাল » এয়ারটেলের থ্রিজি সেবা এখন কিশোরগঞ্জে
এয়ারটেলের থ্রিজি সেবা এখন কিশোরগঞ্জে
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে তাদের থ্রিজি সেবার উদ্বোধন করে। এয়ারটেলের নর্থ ইস্ট জোনের জোনাল বিজনেস ম্যানেজার এম খুরশেদ আলম, জোনাল সেলস্ ম্যানেজার সাখাওয়াত হোসেন; কিশোরগঞ্জের টেরিটরি ম্যানেজার মুনতাসীরুল হক নাঈম এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
থ্রিজি টেকনোলজি একটি দেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে অনেক উন্নত করতে পারে এবং শিক্ষা, গবেষণা, শিল্প, কৃষি এবং সেবাসহ সমস্ত ক্ষেত্রে প্রচুর উন্নয়নে ভ‚মিকা রাখতে পারে। এয়ারটেল তার থ্রিজি নেটয়ার্কের মাধ্যমে এই উন্নয়নে ভ‚মিকা রাখতে চায়। এয়ারটেল ইতিমধ্যেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহ যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বগুড়া, খুলনা, রাজশাহী, কক্সবাজার, রংপুর, চাঁদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ব্রাহ্মনবাড়িয়া, যশোর, ভৈরব ইত্যাদি স্থানে তাদের থ্রিজি নেটওয়ার্ক স্থাপন করেছে এবং এখন কিশোরগঞ্জও এই তালিকায় যুক্ত হল।
এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পিডি শর্মা তার বক্তব্যে বলেন, ” ২০১৬ সালের মধ্যে সারা দেশে এয়ারটেলের থ্রিজি সেবা চালু করার একটি মিশন রয়েছে। কারণ এয়ারটেল বিশ্বাস করে এর মাধ্যমে নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এবং দেশের গুরুত্বপুর্ণ শহরগুলোতে উন্নয়ন নিয়ে আসবে। এয়ারটেল কিশোরগঞ্জে থ্রিজি সেবা চালু করেছে আমরা বিশ্বাস করি এর মাধ্যমে গ্রাহকরা আরো সহজ, সহজলভ্য এবং উন্নত যোগাযোগ সেবা উপভোগ করবেন।”