রবিবার ● ১৯ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » ফ্রিল্যান্সিং এর উপর উন্মুক্ত ওয়েবিনারের আয়োজন করেছে ইনফোনেটবিডি
ফ্রিল্যান্সিং এর উপর উন্মুক্ত ওয়েবিনারের আয়োজন করেছে ইনফোনেটবিডি
সারাদেশব্যাপী নতুন এবং অসফল ফ্রিল্যান্সারদের জন্য উন্মুক্ত ওয়েবিনারের আয়োজন করেছে দেশের স্বনামধন্য সর্ববৃহৎ অনলাইন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ইনফোনেটবিডি। আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এই সেমিনারে ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এসইও এর উপর অনলাইনে কাজ পাওয়া, ব্যর্থতার কারণ, নতুন ফ্রিল্যান্সারদের কাজ পাওয়ার কৌশল, দক্ষতা, প্রশ্নোত্তর পর্বসহ ফ্রিল্যান্সিং এর প্রতিটি সেক্টরের উপর বিস্তারিত আলোচনা করা হবে। এ সর্ম্পকে ইনফোনেট এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ইব্রাহিম আকবর (https://www.facebook.com/w3cibrahim ) জানান, স্বল্প-পুঁজিতে এবং আমাদের মাত্রাতিরিক্ত জনসংখ্যাকে শক্তি এবং সম্পদে রুপান্তরের জন্য বর্তমানে ফ্রিল্যান্সিং এর বিকল্প নেই। ইনফোনেট এর মেম্বারদের অনুরোধেই সকলের জন্য আমরা এই ওয়েবিনারটি উন্মুক্ত করেছি। এখন পর্যন্ত অর্ধ সহস্রাধিক এই সেমিনারে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন।
সেমিনারে অংশ নিতে রেজিস্ট্রেশন করুন: