বুধবার ● ১৫ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » পাঁচ গুণ গতির ওয়াই-ফাই !!
পাঁচ গুণ গতির ওয়াই-ফাই !!
তানিম,কনটেন্ট কাউন্সিলর:
৬০ গিগাহার্টজের ওয়াই-ফাই প্রযুক্তি নিয়ে গবেষণা করছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্টের দাবি সত্যি হলে প্রচলিত ওয়াই-ফাই সংযোগের থেকে পাঁচ গুণ দ্রুত গতির ওয়াই-ফাই সংযোগ মিলবে এতে।
প্রচলিত ওয়াই-ফাই সংযোগে এক সেকেন্ডে সর্বোচ্চ ৮৬৬ মেগাবিট বা ১০৮ মেগাবাইট ডেটা আদান প্রদান করা যায়। কিন্তু স্যামসাংয়ের নতুন ওয়াই-ফাই প্রযুক্তিতে এক সেকেন্ডে সর্বোচ্চ ৪.৬ গিগাবিট বা ৫৭৫ মেগাবাইট পর্যন্ত ডেটা আদান-প্রদান করা যাবে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের দাবি সত্যি হলে এই নতুন ওয়াই-ফাই প্রযুক্তিতে ১ জিবির ডেটা আদান-প্রদান করা যাবে ৩ সেকেন্ডের কম সময়ে। ২০১৫ সালের প্রথম দিকেই এই প্রযুক্তি বাজারজাত করার পরিকল্পনা করছে স্যামসাং।